লিটনদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত: রোহিত
৩ ডিসেম্বর ২০২২ ১৫:৫৩ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২২ ১৫:৫৯
লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুবদের মতো বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত বলেছেন রোহিত শর্মা। আইপিএলে সুযোগ পেলে তারা ভালো করবে, এমন প্রত্যাশা ভারতীয় অধিনায়কের।
কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে আইপিএলে প্রতিনিধিত্ব করে আসছেন শুধু সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। নিয়মিত আইপিএল খেলে আসা সাকিব আল হাসান গত বছর দল পাননি। মোস্তাফিজুর রহমানকে অবশ্য তার দল দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে। কদিন পর আরেকটি আইপিএল নিলাম। সাকিব ছাড়াও তাতে নাম উঠেছে লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুবদের। নিলামে কি দল পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?
রোহিত শর্মা মনে করছেন দল পেলে ভালো করবেন বাংলাদেশি ক্রিকেটাররা। রোহিত বলেন, ‘আমি মনে করি ওরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার। ওরা সুযোগ পেলে নিশ্চয় ভালো করবে। যদিও আইপিএলের দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি ওদের সুযোগ পাওয়া উচিত।’
ডিসেম্বরে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ওয়ানডে সিরিজ, এই সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৪ ডিসেম্বর। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বললেন, তিনি মনে করছেন সিরিজটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে।
গত কয়েক বছর ধরেই মুখোমুখি লড়াইয়ে বারবার ভারতের পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। রোহিত মনে করছেন, এবারও তাদের কঠিন পরীক্ষা নিবে বাংলাদেশ।
বলেছেন, ‘আমি মনে করি এবারের সিরিজটাও রোমাঞ্চকর হবে। সব সময়ই ওদের বিপক্ষে আমাদের রোমাঞ্চকর সিরিজ হয়। তাদের হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতেই হবে। আমরা ম্যাচ ধরে ধরে এগুবো।’
বাংলাদেশ-ভারত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি।
সারাবাংলা/এসএইচএস