অধিনায়কত্ব পেয়ে রোমাঞ্চিত লিটন
৩ ডিসেম্বর ২০২২ ১৪:৪১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২২ ১৪:৪৯
নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরিতে হঠাৎ করেই বাংলাদেশ ওয়ানডে দলের নেত্বতৃ পেয়েছেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন। হঠাৎ করে পাওয়া দায়িত্বে রোমাঞ্চিত লিটন। বলেছেন, ভারতের বিপক্ষে ভালো খেলা মানেই সম্মান পাওয়া। তাই ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা লিটনের।
আগমীকাল রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ-ভারত। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব পাওয়া নিয়ে বাড়তি রোমাঞ্চের কথা জানালেন লিটন।
লিটন বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই রোমাঞ্চিত। একটা বড় সিরিজে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব ভালো কিছু করার। ভারত ভালো দল। আমরা সবাই জানি যদি ভালো ক্রিকেট খেলি এখানে, তাহলে সম্মান বা সবকিছুই পাওয়া যাবে। এটাই মূল বিষয়।’
৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুতে অধারাবাহিকতায় ভুগেছেন লিটন। তবে নিজেকে আরও শানিত করে গত দুই, আড়াই বছর ধরে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন লিটন। এবার কাঁধে এলো অধিনায়কত্বের দায়িত্ব।
দায়িত্ব পালনে সচেষ্ট লিটন, ‘একজন খেলোয়াড় হিসেবে সব সময়ই একটা দায়িত্ব থাকে। এখন অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের গাইড করার একটা বাড়তি দায়িত্বও থাকবে।’
ভারত সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদকেও পাচ্ছে না বাংলাদেশ। অনেকদিন যাবত পেস বোলিং দুর্দান্ত পারফর্ম করা তাসকিন পিঠের চোটে ভুগছেন। ওদিকে অপেক্ষা করছে ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইনআপ।
লিটন বললেন তার দলের বোলাররা প্রস্তুত, ‘আমার মনে হয় তারা এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না। ওদের ব্যাটিং লাইন আপটা ভালো। শুধু কোহলি না, রোহিত-শেখর, রাহুল; যারা আছে সবাই। তবে আমরা আত্মবিশ্বাসী আমাদের বোলারদের নিয়ে। আমরা চাচ্ছি ভালো কিছু করতে।’
সারাবাংলা/এসএইচএস