সেমির লড়াইয়ে ১৫২ রান তুলল নিউজিল্যান্ড
৯ নভেম্বর ২০২২ ১৫:৪৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২২ ১৭:২৭
আগে বোলিং করতে নেমে নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ফিরিয়ে দেন হার্ড হিটার ফিন অ্যালনকে। প্রথম দশ ওভর জুড়েই দাপট দেখিয়েছেন শাহিন শাহ, হারিফ রউফ, নাসিম শাহরা। পরে ড্যারিল মিচেল দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি তুলে নিলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে দাপুটে। অন্য দিকে পাকিস্তান সেমির টিকিট পেয়েছে ভাগ্যের সহায়তায়। তবে সেমিতে দুদলের লড়াইয়ের প্রথম ভাগে এগিয়ে থাকল পাকিস্তানেই।
বুধবার (৯ নভেম্বর) অ্যাডিলেডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। পাকিস্তান টস জিতলেও হয়তো আগে বোলিং নিতে চাইত!
শুরুতে নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদিকে প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালনে। প্রায় প্রতি ম্যাচেই কিউইদের উড়ন্ত সূচনা এনে দেওয়া অ্যালনের ওপর নজর ছিল আলাদা। আজ শাহিন শাহ আফ্রিদি তাকে এগুতে দেননি বেশিদূর।
রিভিউ নিয়ে ইনিংসের দ্বিতীয় বলে বাঁচলেও তৃতীয় বলে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। তিনে নেমে কেন উইলিয়ামসন একপ্রান্ত ধরে রেখেছিলেন বটে কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি।
পাওয়ার প্লের শেষ বলে শাদাব খানের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হন ডেভন কনওয়ে (২০ বলে ২১ রান)। খানিক বাদে গ্লেন ফিলিপস (৬) মোহাম্মদ নাওয়াজের ফিরতি ক্যাচ হলে চাপ বাড়ে নিউজিল্যান্ডের।
এরপর উইকেট আকড়ে ধরে থাকতে চেয়েছেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। কারণ ওই জুটির পর নিউজিল্যান্ডের স্বীকৃতি ব্যাটার বলতে শুধু জেমি নিশামই ছিলেন।
মিচেল অনেকক্ষণ ক্রিজে থেকে সেট হয়ে পরে দ্রুত রান তুলে স্ট্রাইকরেট বাড়িয়েছেন বটে। কিন্তু কেন উইলিয়ামসন রানের গতি বাড়াতে গিয়েই হয়েছেন আউট। ইনিংসের ১৭তম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে স্কুপ করতে গিয়ে সরাসরি বোল্ড হওয়ার আগে ৪২ বলে ৪৬ রান করেছেন উইলিয়ামসন।
মিচেল শেষ পর্যন্ত ৩৫ বলে ৩টি চার ১টি ছয়ে ৫৩ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে জেমি নিশাম ১২ বলেন করেন ১৬ রান।
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। ২ ওভারে ১২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন মোহাম্মদ নওয়াজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। এছাড়া খেলা এবার একসঙ্গে দেখা যাবে দেশের জনপ্রিয় ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম র্যাবিটহোলে।
সারাবাংলা/এসএইচএস