Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরি নিয়ে লিটনের দারুণ ফিফটি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ০৯:১৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ০৯:৩৬

মোহাম্মদ ওয়াসিমের চতুর্থ ওভারের প্রথম বলটা অফ সাইড দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে হাঁটুতে হাত রেখে অনেকক্ষণ নিচে ঝুঁকে থাকতে দেখা গেল লিটন দাসকে। শটটা খেলার সময় ডান উরুর পেশিতে টান পেয়েছিলেন বাংলাদেশি ব্যাটার। তবে থেমে জাননি লিটন।

ফিজিও ডেকে মাঠে অনেকক্ষণ শুশ্রূষা চলল। তাতে পুরোপুরি স্বস্তি অবশ্য মিলেনি। তবু খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাটিং করে গেলেন লিটন। ইনজুরির কারণে টাইট ডাবল এবং সিঙ্গেলগুলো নিতে পারছিলেন না। তবে লিটন রান তুলেছেন বলের সঙ্গে পাল্লা দিয়েই। দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশি ব্যাটার। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশও তাতে এগুচ্ছে দারুণভাবে।

বিজ্ঞাপন

১৪ ওভার শেষে আগে ব্যাটিং করা বাংলাদেশের স্কোর১১৮/২। লিটন ৩৯ বল খেলে ৬৫ রানে অপরাজিত। ৫টি চারের সাঙ্গে ২টি ছক্কাও মেরেছেন লিটন। অপর প্রান্তে ২৬ বলে ৩৫ রানে অপরাজিত সাকিব আল হাসান।

টস জিতে আজ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত সুবিধা করতে না পারলেও সাকিব-লিটন দলকে এগিয়ে নিচ্ছেন দারুণভাবে।

সারাবাংলা/এসএইচএস

ত্রিদেশীয় সিরিজ ২০২২ লিটন দাস

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর