Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে যেতে পাকিস্তানর প্রয়োজন ১৩০

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২২ ২১:৪০ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২২ ০০:০১

জিতলেই এশিয়া কাপের ফাইনাল, এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে নিজেদের কাজটা দারুণভাবেই এগিয়ে রাখলেন পাকিস্তানি বোলাররা। আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তানকে ১২৯ রানেই আটকে রেখেছে পাকিস্তান।

টুর্নামেন্টের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। ভারত তাদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষেও হেরেছে। ভারতকে হারানোর আগে আফগানিস্তানকেও হারায় শ্রীলংকা। অর্থাৎ আজ পাকিস্তান ১৩০ রান তুলতে পারলে এশিয়া কাপের ফাইনাল খেলবে শ্রীলংকা ও পাকিস্তান।

বিজ্ঞাপন

বুধবার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগনিস্তানকে আগে ব্যাটিং করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অধিনায়কের সিদ্ধান্তটা দুর্দান্তভাবেই যথার্থ প্রমাণ করেছেন পাকিস্তানি বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে অল্পতেই আটকে রেখেছে আফগানদের।

প্রায় প্রতি ম্যাচেই আফগানিস্তানকে ভালো শুরু এনে দেওয়া হযরতউল্লাহ জাজাই ও রহমতউল্লাহ গুলবাজের ওপেনিং জুটি আজও বেশ ভালোই এগুচ্ছিল। তবে তাদের বেশিদূর যেতে দেননি মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, হারিস রউফরা। পাকিস্তানের পুরো বোলিং ডিপার্টমেন্টই আজ দারুণ বোলিং করেছেন।

দলীয় ৩৬ রানের মাথায় রহমতউল্লাহ গুলবাজকে (১১ বলে ১৭) ফেরান হারিস রউফ। অপর ওপেনার হযরতউল্লাহ জাজাইকে খানিক বাদে ফেরান (২১) মোহাম্মদ হাসনাইন। তারপর নিয়ন্ত্রিত বোলিংয়ে রান কম দেওয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও তুলে নিয়েছেন পাকিস্তানি বোলাররা।

তিন নম্বরে নামা ইব্রাহিম জাদরান ৩৭ বলে ৩৫ রান করেছেন, সেটাই আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ স্কোর। ১৯ বলে ১৫ রান করেছেন করিম জানাত। শেষ দিকে রশিদ খানের ১৫ বলে ১৮ রানের ইনিংসটি আফগানিস্তানকে বলার মতো একটা সংগ্রহ গড়তে সাহায্য করেছে।

বিজ্ঞাপন

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে আফগানিস্তান। পাকিস্তানের হয়ে ২৬ রানে দুই উইকেট নিয়েছেন হারিস রউফ। তরুণ নাসিম শাহ ১৯ রানে ও মোহাম্মদ নাওয়াজ ২৩ রানে একটি করে উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ বাবর আজম

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর