Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহিনের অনুপস্থিতি ভারতের টপ অর্ডারে স্বস্তি দেবে: ওয়াকার

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২২ ১৩:৩৮

আরব আমিরাতে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে একাই ভারতের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। আর তাতেই প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারতকে বধ করার স্বাদ পায় পাকিস্তান। এবার এশিয়া কাপে আবারও দুই দল মুখোমুখি হচ্ছে ভেন্যুও সেই আরব আমিরাতই তবে এবার পাকিস্তানের জার্সিতে দেখা যাবে না শাহিন আফ্রিদিকে। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শাহিন শাহ আফ্রিদি। আর তার অনুপস্থিতি যে ভারতের টপ অর্ডারকে স্বস্তি দেবে একথা বলে খোঁচা দিয়েছেন কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস।

বিজ্ঞাপন

শনিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকউন্টে শাহিন আফ্রিদির একটি ছবি পোস্ট করেন ওয়াকার। ক্যাপশনে লিখেন, ‘শাহিনের চোট ভারতের টপ অর্ডার ব্যাতারদের জন্য বড় স্বস্তি। এশিয়া কাপে তাকে দেখতে পাব না বলে খারাপ লাগছে। দ্রুত সুস্থ হয়ে ওঠো, চ্যাম্পিয়ন।’

পাকিস্তান যেমন তাদের সেরা পেসারকে এশিয়া কাপে পাচ্ছে না একই অবস্থা ভারতেরও। চোটের কারণে এশিয়া কাপে নেই জাস্টপ্রিট বুমরাহ। তবে ভারতের ব্যাকআপ খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকায় এই জায়গায় কিছুটা সুবিধাজনক অবস্থানে তারা।

গত বিশ্বকাপের সেই ম্যাচে শাহিন ভারতের তিনজনকে সাজঘরে ফিরেয়েছিলেন। তারা হলেন- রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি। আফ্রিদি হয়েছিলেন ম্যাচসেরাও। ম্যাচটি ভারত হেরেছিল ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এবার শাহিন দলে না থাকায় ভারতকে নিয়ে মজা করতে ছাড়েননি ওয়াকার।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ ভারত বনাম পাকিস্তান শাহিন শাহ আফ্রিদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর