Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার রানের মাইলফলকে লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১২:৩৬ | আপডেট: ২৭ মে ২০২২ ১২:৪১

ব্যাট হাতে স্বপ্নের সময় কাটাচ্ছেন লিটন কুমার দাস। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। গত দেড় বছর ধরেই দুর্দান্ত ধারাবাহিক লিটন পৌঁছে গেলেন দুই হাজার রানের মাইলফলকে। অষ্টম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন।

দুই হাজারের মাইলফলক থেকে ৪১ রান দুরে থাকতে শ্রীলংকার বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া লিটন দাস। গতকাল দিন শেষে অপরাজিত ছিলেন ১ রানে। অর্থাৎ আজ ৪০ রান পৌঁছুতে ৪০ রান লাগত ২৭ বছর বয়সী ক্রিকেটারের।মধ্যাহ্ন বিরতির খানিক আগে প্রাভিন জয়াবিক্রমার গুড লেংথের ডেলিভারিটা কাভারে ঠেলে মাইলফলক স্পর্শ করেন লিটন।

বিজ্ঞাপন

৩৩তম টেস্ট খেলতে নেমে ৫৬তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করলেন লিটন। গড় ৩৭.১৬। টেস্টে লিটনের সেঞ্চুরি তিনটি, হাফ সেঞ্চুরি ১২টি। মজার ব্যাপার টেস্টের তিনটি সেঞ্চুরিই এসেছে গত দেড় বছরের মধ্যে। ১২ হাফ সেঞ্চুরির ৭টি করেছেন গত দেড় বছরে।

চলতি বছরে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। বাংলাদেশি তরুণের ওপরে আছেন কেবল অস্ট্রেলিয়ার উসমান খাজা। উইকেটরক্ষকদের মধ্যে লিটনের রানই সবচেয়ে বেশি।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর