Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৬৮


১৮ মে ২০২২ ১৭:৫৪ | আপডেট: ১৮ মে ২০২২ ১৮:০৮

মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস সকালে যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিল লিডের পাহাড়ই বুঝি গড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু লিটন দাস, তামিম ইকবাল পরপর দুই বলে ফিরলে এবং পরে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমও অল্প ব্যবধানে ফিরলে বড় লিড আর পাওয়া হয়নি বাংলাদেশের।

দশম ব্যাটার পেসার শরিফুল ইসলাম হাতে বলের আঘাত পেয়ে মাঠ ছাড়লে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪৬৫ রানে। শ্রীলংকার প্রথম ইনিংস থেমেছিল ৩৯৭ রানে। অর্থাৎ প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম (৫৩*), লিটন দাস (৫৪ *)। দিনের প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন এই দুজন। ব্যাটিং দেখে মনে হচ্ছিল সেঞ্চুরি পেতে যাচ্ছেন দুজনই।

কিন্তু লাঞ্চ বিরতির পরই হঠাৎ ছন্দপদন। লাঞ্চে লিটন দাস পছন্দের খাবার পেয়েছিলেন কিনা কে জানে! সেই রাগ বুঝি ঝাড়তে চাইলেন শ্রীলংকান বোলারদের ওপর! লাঞ্চ বিরতি শেষে প্রথম বলেই আউট। বদলি পেসার রাজিথার অনেকটা বাইরের বল অযথা তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন। সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন ১৮৯ বলে ১০টি চারের সাহায্যে ৮৮ রান কর।

এরপর উইকেটে আসেন আগের দিন হাতের পেশিতে টান পেয়ে ১৩৩ রানে মাঠ ছাড়া তামিম ইকবাল। তামিম মাঠে নেমে প্রথম বলেই আউট। রাজিথার ডেলিভারিটা অবশ্য ছিল দুর্দান্ত। অফ স্ট্যাম্পের বাইরে পরে ভেতরে ঢুকেছে অনেকটা। ব্যাটে-বলে করতে পারেননি তামিম। সরাসরি বোল্ড।

গত আফগানিস্তান সিরিজে এই ভেতরে ঢোকা বলে বহু ভুগেছেন তামিম। আজও ঠিক সেভাবেই ফেরার আগে ২১৮ বল খেলে ১৫টি চারের সাহায্যে ১৩৩ রান করেছেন।

বিজ্ঞাপন

মুশফিকুর রহিম অপরপ্রান্তে অবিচলই ছিলেন। রানের চিন্তা বাদ দিয়ে উইকেট আকড়ে পড়ে ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। অপর দিকে সাকিব আল হাসান সাত নম্বরে ব্যাটিং করতে নেমে কিছুটা আক্রমনাত্মক হতে চেয়েছেন। তাতে সফল হতে পারেননি। আসিথা ফার্নান্দোর শরীর তাক করা বলে উচিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ২৬ রানের মাথায়।

খানিকবাদে ফিরেছেন মুশফিকুর রহিমও। তবে ফেরার আগে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন অনেকদিন অফ ফর্মে থাকা মুশফিক। ১০৫ রান করে ফেরার আগে ২৮২ বল খেলে চার মেরেছেন মাত্র ৪টি, ছক্কা নেই। এতেই বুঝা যায়, রানের চিন্তা বাদ দিয়ে কিভাবে উইকেট আগলে পড়ে ছিলেন মুশফিক।

বাকি সময়ে লেজের ব্যাটারদের নিয়ে লিড বাড়ানোর চেষ্টা করে গেছেন তাইজুল ইসলাম। ৪৫ বলে ৩টি চারের সাহায্যে ২০ রান করে ফিরেছেন তাইজুল। বাংলাদেশ থেমেছে ৪৬৫ রানে।

শ্রীলংকার হয়ে রাজিথা ৬০ রানে নিয়েছেন চার উইকেট। আসিথা ফার্নান্দো ৭২ রানে নিয়েছেন তিন উইকেট।

তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মুশফিকুর রহিম লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর