Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ম্যাচের মতো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ


২৩ মার্চ ২০২২ ০৩:১৮ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ০৩:১৯

গত শুক্রবার দিনটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল বেশ স্মরণীয়। সেঞ্চুরিয়ানে আগে ব্যাটিং করে লিটন দাস, সাকিব আল হাসান ও ইয়াসির আলী রাব্বির হাফ সেঞ্চুরিতে ৩১৪ রান তুলেছিল আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ। পরে দক্ষিণ আফ্রিকাকে ২৭৬ রানে গুটিয়ে দিয়ে ৩৮ রানে ম্যাচ জিতেছেন টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে দলটির বিপক্ষে বাংলাদেশের এটা প্রথম জয়।

বুধবার (২৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে লিটন দাস জানালেন, সিরিজ নির্ধারনি ম্যাচে প্রথম ম্যাচের মতো দাপুটে ক্রিকেট খেলতে চান তারা।

বিজ্ঞাপন

তৃতীয় ম্যাচের আগে প্রথম ম্যাচের প্রসঙ্গ উঠছে কারণ দ্বিতীয় ম্যাচটা একদমই ভালো খেলেনি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতায় সাত উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে একটা জায়গা থেকে অবশ্য অনুপ্রেরণা খুঁজতে পারবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেঞ্চুরিয়ানে, তৃতীয় ওয়ানডেও সেই সেঞ্চুরিয়ানে। দ্বিতীয় ওয়ানডেতে অনুষ্ঠিত হয়েছিল জোহানেসবার্গে। ওই জোহানেসবার্গে পেসারদের নিচু-উঁচু বাউন্স হওয়া বল ঠিকভাবে খেলতে পারেনি বাংলাদেশ।

লিটন বলেন, ‘আগের ম্যাচে কেন ধস নেমেছে আপনারাও জানেন। চেষ্টা করব উইকেট যদি ভালো বিহেভ করে আমাদের যে শক্তিটা আছে প্রথম ম্যাচে যেমন করেছি সেটা মেন্টেন করার। প্রথম ম্যাচে আমরা খুব ভাল ক্রিকেটই খেলেছি। খারাপের সময় খারাপটা বলবেন আর ভালোর সময় মোটামুটি! (হাসি)। মোটামুটি না আমরা ভাল ক্রিকেট খেলেছি। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার জন্য।’

উইকেট নিয়ে মতাত জানতে চাইলে লিটন বলেন, ‘ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে।’

বিজ্ঞাপন

লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর