সময়টা এখন লিটন দাসের
৩ মার্চ ২০২২ ২০:২৯ | আপডেট: ৩ মার্চ ২০২২ ২০:৩১
লিটন কুমার দাসের ব্যাটিং প্রতিভা নিয়ে দেশের ক্রিকেটে আলোচনা অনেক দিনের। নান্দনিক ব্যাটিং স্টাইল এবং সামর্থ মিলিয়ে অনেক আগ থেকেই বাংলাদেশ ক্রিকেটের আগামীর বড় তারকা ভাবা হচ্ছে ডানহাতি ব্যাটারকে। লিটনের সেই প্রতিভার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সম্প্রতি সময়ে। তিন ফরম্যাটেই ব্যাট হাতে বোলারদের যেভাবে শাসন করে চলেছেন তাতে বলা যেতেই পারে, সময়টা এখন লিটনের।
টেস্টে গত ১০ ইনিংসের লিটনের সেঞ্চুরি ১টি, হাফ সেঞ্চুরি ৫টি। এই পাঁচ হাফ সেঞ্চুরির তিনটিই আবার বিদেশের মাটিতে। চট্টগ্রামে পাকিস্তানের শক্ত বোলিং আক্রমণের বিপক্ষে করেছেন সেঞ্চুরিটি। ওয়ানডেতে কদিন আগে চট্টগ্রামে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। তৃতীয় ম্যাচে করেন ৮৬ রান। সব মিলিয়ে ওয়ানডেতে লিটনের সর্বশেষ ১৭ ইনিংসে সেঞ্চুরি তিনটি। টি-টোয়েন্টিতে কেন জানি রান পাচ্ছিলেন না।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাসেনি লিটনের। টি-টোয়েন্টি বিশ্বকাপেও রান পাননি। ফলে বিশ্বকাপ পর পাকিস্তান সিরিজের দল থেকে বাদই পড়তে হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আবারও ডাক পেয়েছেন। ডাক পেয়েই জানিয়ে দিলেন, টি-টোয়েন্টিতেও এখন সময়টা তার!
আজ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন লিটন। আফগানদের শক্ত বোলিং আক্রমণের বিপক্ষে লিটনের ইনিংসটাই বাংলাদেশকে জেতাতে বড় ভূমিকা রেখেছে। তরুণ ডানহাতি ব্যাটার কি ক্যারিয়ারের সেরা সময় পার করছেন?
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই উঠল। লিটন বলছিলেন, ‘না এরকম কিছু আসলে না। ভালো চিন্তাধারা কাজ করছে। মাইন্ডটা ভাল আছে এখন। ব্যাটে বলে ভাল সংযোগ হচ্ছে। ভালো সময়টা যতোটা সম্ভব অব্যাহত রাখা যায় সেই চেষ্টাটা করছি।’
বিশ্বকাপের পর টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি কিন্তু কিছু না কিছু খেলছিলামই। যেমন টেস্ট, ওয়ানডে। ওখানে যেহেতু ধারাবাহিকভাবে আছি তারা আমাকে সুযোগ দিয়েছে যে লিটনকে খেলালে ভাল হবে। আমি চেষ্টা করেছি শতভাগ দেওয়ার। এর উপরে তো কিছু নেই।’
লিটন মুখে যতো যাই বলুন না কেন, পরিসংখ্যান বলছে সময়টা এখন তার।