গেম চেঞ্জিং বোলিং করেছে নাসুম: লিটন
৩ মার্চ ২০২২ ১৯:২৬ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৯:৩২
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও উইকেটে ঘাস ছিল। আফগানদের তিন স্পিনার রশিদ খান, মুজিব-উর রহমান ও মোহাম্মদ নবিকে কিছুটা ‘ভোতা’ করে দিতেই যে স্বাগতিক বাংলাদেশের এই প্রচেষ্টা সেটা আলাদা করে না বললেও চলে। আফগানদের স্পিন আক্রমণ আজ খুব ভয়ঙ্কর হতেও পারেনি। অথচ বাংলাদেশের তরুণ স্পিনার নাসুম আহমেদ ঠিকই চমকে দিলেন।
১৫৫ রানের জবাব দিতে নামা আফগানিস্তানের মেরুদণ্ড শুরুতেই ভেঙে দেন নাসুম। মাত্র ২০ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। চারটি উইকেটই তুলে নেন নাসুম। পাওয়ার প্লেতে তরুণ এই স্পিনারের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় নাসুমের নামের পাশে চার উইকেট। ম্যাচ শেষে লিটন কুমার দাস বলছেন, নাসুমের এই বোলিং ‘গেম চেঞ্জিং’।
লিটনের মতে, মিরপুরের এই ঘাসের উইকেটে ১৫৫ রান খুব বড় স্কোর নয়। কিন্তু নাসুম শুরুতেই অমন বোলিং করে আফগানদের সুযোগই দেননি।
বৃহস্পতিবার (০৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬১ রানে জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ১৫৫ রানের জবাবে পরে ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
ম্যাচ শেষে লিটন বলেন, ‘নাসুম যে বল করেছে আসলে গেম চেঞ্জিং বল। ও যদি শুরুতে ব্রে থ্রু না দিত পাওয়ার প্লে’তে ৪০ রানে একটা উইকেট থাকত তাহলে ম্যাচের গল্প অন্যটা হতে পারত। আমি মনে করি উইকেট ভালো ছিল। সে জায়গা থেকে নাসুম যে বল করেছে, অসাধারণ।’
আর দশজন অফ স্পিনারের চেয়ে নাসুম বল হাতে একটু আলাদা। নতুন কিছু করার একটা তাড়না থাকে। লিটন বলছিলেন, ‘ওকে বেসিক বাঁহাতি স্পিনারদের মতো মনে হয় না কখনোই। কারণ ওকে আমি নেটে খেলেছি। সবসময় ভিন্ন কিছু না কিছু করার চেষ্টা করে। একটা আস্তে করে, একটা জোরে করে। টি-টোয়েন্টিতে এই জিনিশটা অনেক গুরুত্বপূর্ণ। কোনো বোলার যদি একই ধরণের বলে করে ব্যাটারদের জন্য তাকে পিক করা সহজ হয়ে যায়। ওর মাঝে একটু ভিন্নতা আছে আমার মনে হয়।’