Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরাই নতুন সাকিব-তামিম হবে: সিডন্স


২৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৬

চট্টগ্রাম থেকে: বয়সের হিসেব বলছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা আর অনেক বছর ক্রিকেট খেলতে পারবেন না। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে হাল ধরার জন্য তরুণরা প্রস্তুত হচ্ছেন তো? এই প্রশ্নে আলোচনার শেষ নেই। প্রতিভা নিয়ে সংশয় না থাকলেও জাতীয় দলে খেলা তরুণদের ধারবাহিকতা বারবার চিন্তার কারণ হয়েছে। বাংলাদেশ দলের নতুন ব্যাটিং কোচ অবশ্য তরুণদের ওপর ভরসা রাখছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচে পারফর্ম করেছেন তরুণরাই। আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২১৫ রানের  জবাব দিতে নেমে মাত্র ৪৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে ১৭৪ রান তুলে অবিশ্বাস্যভাবে দলকে জিতিয়েছেন দুই তরুণ আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন লিটন কুমার দাস। সিডন্স বলছেন, নির্ভার রাখতে পারলে এরাই হবেন আগামী দিনের সাকিব-তামিম।

বিজ্ঞাপন

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিডন্স মনে করিয়ে দিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে সাকিব-তামিমরাও ভালো করতে পারেননি। সুযোগ পেয়েছেন বলেই আজ নিজেদের অন্য পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন।

সিডন্স বলেন, ‘আমাদের মনে রাখতে হবে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ সবাই তাদের শুরুতে অধারাবাহিক ছিল। আমরা তাদের ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে বাদ দিয়ে দিতে পারতাম। সাকিব যদি ভালো বোলার না হতো, তাহলে সে সাফল্য পাওয়ার আগে ব্যাটার হিসেবে বাদ পড়ে যেতে পারো। তবে সে নিজেকে গুছিয়ে নিয়েছে কারণ ব্যাটার হিসেবে তার সামর্থ্য ছিল।’

‘আমাদের এখন কিছু প্রতিভাবান সুপারস্টার রয়েছে। আমরা তাদের সময় দিবো, যথাযথ ক্রিকেটারকে বাছাই করে তাদের নিয়ে কাজ করবো। তাদের ওপর বাড়তি চাপ না দিয়ে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। আমার কোনো সন্দেহ নেই তারা নতুন সাকিব-তামিম হবে।’-বলেছেন অস্ট্রেলিয়ান এই কোচ।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ আগামী সোমবার।

আফিফ হোসেন ধ্রুব জেমি সিডন্স মেহেদি হাসান মিরাজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর