Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙিন পোশাকেও উজ্জ্বল লিটনের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি


২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:২১

চট্টগ্রাম থেকে: ইনিংসের শুরুর দিকে বেশ নড়বড়েই মনে হচ্ছিল লিটন কুমার দাসকে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই যেন বুঝে গেলেন আফানিস্তানের এই বোলিং আক্রমণকে কিভাবে মোকাবিলা করতে হবে। পুরস্কারও পেলেন হাতেনাতেই। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্রিকেটার।

৪৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে লিটনের এটা পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। ২০২১ সালের জিম্বাবুয়ে সফরে করেছিলেন সর্বশেষ সেঞ্চুরি।

বিজ্ঞাপন

রঙিন পোশাকের ক্রিকেটে অনেকদিন যাবতই ভুগছিলেন লিটন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থ হয়েছেন। যাতে টি-টোয়েন্টি দল থেকে বাদও পড়তে হয়েছে। বাংলাদেশ অনেকদিন ওয়ানডে খেলেনি। মিডল অর্ডারে টেস্টে অবশ্য নিয়মিত রান পাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সম্প্রতি বেশি টি-টোয়েন্টি খেলা এবং লিটনের বাজে পারফরম্যান্সে সেটা যেন মিলিয়ে যাাচ্ছিল।

সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে সিরিজের প্রথম ওয়ানডেতেও ব্যর্থ ছিলেন লিটন। আউট হয়েছিলেন মাত্র ১ রান করে। তবে আজ রঙিন পোশাকে ঠিকই জ্বলে উঠলেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারছিল না বাংলাদেশ। উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আফগান বোলাররা শুরুতে ভালো বোলিং করছিলেন। যার প্রভাবেই দলীয় ৩৮ রানে তামিম ইকবাল (১২) ও ৮৩ রানের মাথায় সাকিব আল হাসানকে (২০) হারিয়ে বসে বাংলাদেশ। তবে লিটন অবিচলই ছিলেন অপরপ্রান্তে। ততোক্ষণে বল এবং উইকেটও পুরনো হয়েছে। যার পুরো সুবিধাটাই তুলে নিয়েছেন তরুণ ব্যাটার।

বিজ্ঞাপন

রশিদ খান, মুজিব-উর রহমানদের বিপক্ষে বাড়তি ঝুঁকি নেননি। প্রথম ওয়ানডেতে গতির ঝড় তোলা ফাজলুলহক ফারুর বিপক্ষেও শুরুতে সাবধানী ছিলেন। তবে বাকিদের বিপক্ষে ঠিকই রান তুলে সেটা পুষিয়ে দিয়েছেন।

তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৮৯ রানের জুটি গড়ে এখনো অপরাজিত লিটন। ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেছেন ডানহাতি ব্যাটার। এখন পর্যন্ত অপরাজিত ১২১ বলে ১৩১ রানে। ১৬টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকিয়েছেন লিটন।

লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর