২৮ রানেই পাঁচ ব্যাটার সাজঘরে!
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৭
আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে এক ফজলহক ফারুকিতেই লণ্ডভণ্ড বাংলাদেশের টপ-মিডল অর্ডার। একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার। লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এরপর ইয়াসির আলী চৌধুরীকেও বানালেন নিজের শিকার। এরপর মুজিব এসে সাকিবকে তুলে নিয়ে মাত্র ২৮ রানে বাংলাদেশের অর্ধেক উইকেট তুলে নিল আফগানরা।
ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৩ রানের মাথায় ফজল হক ফারুকির বলে উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও আফগানিস্তান রিভিউ নিয়ে সফল হয়। আউট হওয়ার আগে লীটন ৮ বলে ১ রান করেন।
এরপরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দলীয় ১৪ রানে তামিম, ১৮ রানে মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী ফিরলেন প্যাভিলিয়নে।
লিটনের ফেরার ওভারেই অধিনায়ক তামিম ইকবাল ফিরলেন ফজলহকের বলেই। ৮ বলে ৮ রান করে তামিম এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরলেন দলীয় ১৪ রানে। এবারও আম্পায়ার আউট দেননি, পরে রিভিউতে দেখা গেল বল তামিমের পেছনে স্টাম্পে আঘাত করত।
চতুর্থ ওভারটা কোনোরকমে কাটিয়েছিলেন সাকিব-মুশফিক। তবে পঞ্চম ওভারের প্রথম বলেই ফিরলেন মুশফিক। আঘাত হানলেন সেই ফজলহক ফারুকিই। নিজের আগের ওভারে তিন বলের ব্যবধানে লিটন ও তামিমকে ফেরানো ফজল এবার এলবিডব্লুর ফাঁদে ফেললেন মুশফিককে। মুশফিক রিভিউ নিয়েছিলেন, কিন্তু রিপ্লে’তে দেখা গেল বল ব্যাটে লাগার আগেই প্যাডে লেগেছে। মুশফিক ফিরলেন ৫ বলে মাত্র ৩ রান করে। এতেই ৪.১ ওভারে ১৮ রানে ৩ উইকেট হাওয়া বাংলাদেশের!
অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি রানের খাতাটাও খুলতে পারলেন না। ওভারের ষষ্ঠ বলটিতে ইয়াসিরের অফ স্টাম্প উপড়ে ফেললেন ফারুকি। এতেই ১৮ তে চার উইকেটের পতন বাংলাদেশের।
ভরসার প্রতীক সাকিব আল হাসানও টিকতে পারলেন না বেশি সময়। ১৫ বলে ১০ রান করে সাকিব ফিরলেন দলীয় মাত্র ২৮ রানের মাথায়। এবার বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আঘাত হানলেন মুজিব উর রহমান।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ৮.৩ ওভারে ৫ উইকেটে ৩০ রান।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
ছবি: শ্যামল নন্দী।
সারাবাংলা/এসএস
ওয়ানডে সিরিজ টপ নিউজ তামিম ইকবাল প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম আফগানিস্তান মুশফিকুর রহিম লিটন দাস