টেস্ট র্যাংকিংয়ের ১৫ নম্বরে লিটন
১২ জানুয়ারি ২০২২ ১৯:৫৯ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ০০:৩৫
নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত ব্যাটিং করা লিটন দাস পুরস্কারটা পেলেন হাতেনাতেই। ১৭ ধাপ এগিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের ১৫তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, শরিফুল ইসলামদেরও।
নিউজিল্যান্ড সফরের দুই টেস্টেই দারুণ ব্যাটিং করেছেন লিটন। মাউন্ট মঙ্গানুইয়ের প্রথম টেস্টে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৮৬ রানের দারুণ এক ইনিংস খেলেন ডানহাতি ক্রিকেটার। এই টেস্টে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে।
ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮ রান করেছেন লিটন। তবে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। ১১৪ বল খেলে ১৪টি চার ১টি ছয়ে ১০২ রানের ইনিংস খেলেন। লিটন টেস্টে অনেকদিন ধরেই নিয়মিত রান পাচ্ছেন। যার প্রভাবেই উন্নতি মিলেছে র্যাংকিংয়ে।
৬৮৩ রেটিং নিয়ে এক লাফে ১৫ নম্বরে উঠে এসেছেন লিটন। সব মিলিয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান। ২০১৪ সালে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের ১৪ নম্বরে উঠেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে এটাই র্যাংকিংয়ের সেরা অবস্থান।
দুই টেস্টে ১৩৮ রান করা মুমিনুল হক আট এগিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে। দুই ম্যাচ মিলিয়ে ১১৪ রান করা নাজমুল হোসেন শান্ত ২১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৭ নম্বরে।
মাউন্ট মঙ্গানুইয়ে দুর্দান্ত বোলিং করা ইবাদত হোসেন বোলিং র্যাংকিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ। ৮৮ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৩৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১০৪ নম্বরে।