লিটন-মুশফিকে মুগ্ধ ব্যাটিং কোচ
২৬ নভেম্বর ২০২১ ১৯:৫০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ ০৮:৪৯
মাস দেড়েক ধরে ভুলে যাওয়ার মতো ক্রিকেট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের শুরুটাও হয়েছিল নাজুক। আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। তবু প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ বেশ স্বস্তিতে। কারণ দিনের বাকি সময়ের পুরোটা দুর্দান্ত ব্যাটিং করলেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। যাতে সেই চার উইকেটেই ২৫৩ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে ১১৩ রানে অপরাজিত লিটন, মুশফিক অপরাজিত ৮২ রানে। স্বাভাবিকভাবেই তাই এই দুজনের প্রসংশা ঝড়ল বাংলাদেশ দলের ব্যটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের মুখে।
শুরুতেই চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল তখন ধস ঠেকানোই ছিল প্রধান কাজ। মুশফিকুর রহিম তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেটি করলেন কী দুর্দান্ত ভাবেই। রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পড়ে থাকতে চেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। ইনিংসের ৩৩তম ওভারে ফাহিম আশরাফকে চার হাঁকানোর আগে ৫১ বল খেলা মুশফিকের রান ছিল মাত্র ৬!
তবে অন্যদিকে লিটন শুরু থেকেই খেলেছেন নিজের মতো করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ ছিলেন লিটন। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাসেনি তার। যাতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি তার। অনেকদিন অফ ফর্মে থাকা লিটনকে টেস্ট দলে রাখা যুক্তিযুক্ত কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছিল। প্রথম দিনেই সেই প্রশ্ন ছুড়ে ফেললেন লিটন।
দিন শেষে লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ প্রিন্স বলছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই না। এটা ভিন্ন একটা প্রতিযোগিতা ছিল। আমার মনে হয় যেকেউ দেখলে বলবে লিটন নান্দনিক ব্যাটসম্যান। আপনি যদি তা না দেখেন তাহলে জানি না আসলে কী দেখেন। আজ সে দেখিয়েছে সে কতটা ক্লাস ব্যাটসম্যান। গত টেস্টেও সে ৯৫ করেছে। সেঞ্চুরি না পাওয়াটা দুর্ভাগ্যজনক ছিল। আজ সে এক ধাপ উপরে উঠেছে। ব্যক্তিগত একটা মাইলস্টোনে পৌঁছেছে। আশা করছি সে ও মুশফিক কাল জুটি লম্বা করবে।’
তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না টি-টোয়েন্টি ও টেস্টে এত তুলনা কেন করা হচ্ছে। কোন তুলনা এখানে নেই। এখানে ব্যাট করার জন্য সময় পাওয়া যায়, টি-টোয়েন্টি ভিন্ন একটা মানসিকতার খেলা। আপনি যদি টেস্ট নিয়ে কথা বলেন। চলেন দেখি কীভাবে সে ইনিংস তৈরি করেছে। কতটা নিখুঁত ছিল রক্ষণে, অফ স্টাম্পের বাইরে বল ছাড়তে কতটা নিবেদিত ছিল। যখন ইতিবাচক শট খেলতে হবে সে খুবই একাগ্র ছিল।’
দ্রুত চার উইকেট হারিয়ে মুশফিক যেমন ধৈর্য্যের পরীক্ষা দেখিয়েছেন সেটিও মন কেড়েছে প্রিন্সের। দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, ‘ছেলেরা দারুণ দৃঢ়তা দেখিয়েছে। মুশফিক শুরুতে অনেক ধৈর্য দেখিয়েছে। সে অভিজ্ঞ একজন খেলোয়াড়। অনেক কম অভিজ্ঞ বা তরুণ খেলোয়াড় এই পরিস্থিতিতে ঘাবড়ে যেত। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্দান্ত ইনিংস খেলেছে।’
অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুশফিকুর রহিম লিটন দাস