টি-টোয়েন্টির ব্যর্থতা ভুলে অভিষেক সেঞ্চুরি লিটনের
২৬ নভেম্বর ২০২১ ১৬:২৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৮:৩২
টি-টোয়েন্টির ব্যর্থতা ছায়া হয়ে পড়তে পারেনি সাদা পোষাকের ওপর। আর সাদা পোষাকে নিজের ধারাবাহিকতা ধরে রেখে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও। বলা হচ্ছে লিটন দাসের কথা। ফতুল্লায় ২০১৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক লিটনের। এরপর নব্বইয়ের ঘরে দুবার গিয়ে ব্যর্থ হলেও তৃতীয়বার এসে স্পর্শ পেলেন আরাধ্য সেই শতকের।
ক্রিকেটের রাজকীয় এই সংস্করণে সেঞ্চুরি পেতে লিটন দাসের সময় লাগল ছয় বছর। ৭৮তম ওভারে নোমান আলীর বলে ঝুঁকিপূর্ণভাবে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৯৫ বলে করেছিলেন ফিফটি, সেঞ্চুরি এসেছে ১৯৯ বলে।
টেস্টে ছন্দেই ছিলেন। কিন্তু টি-টোয়েন্টি কেটেছ ভীষণ বাজে। টানা ব্যর্থতার পর জায়গা হারান পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। টেস্ট ফিরেই পেলেন রানের দেখা। স্রেফ রান নয়, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটিই পেয়ে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে দুইবার ফিরেছিলেন নব্বইয়ের ঘরে। শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামেই ২০১৮ সালে ৯৪। আর পাকিস্তানের বিপক্ষের টেস্টে মাঠে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে হারারেতে করেছিলেন ৯৫। আগে দুইবার ছক্কায় সেঞ্চুরির চেষ্টায় হারিয়েছিলেন সুযোগ। এবার সেই চেষ্টায় যাননি। সময় নিয়েছেন। ডট খেলেছেন। ঠাণ্ডা মাথায় ছুঁয়েছেন তিন অঙ্ক।
শেষ পর্যন্ত ধীর গতিতে এগিয়ে ছুঁয়ে ফেললেন ম্যাজিকাল তিন অঙ্ককে। এই রিপোর্ট লেখা অবধি লিটন দাস ২০৬ বলে ১০৩ রানে অপরাজিত আছেন। আর বাংলাদেশের সংগ্রহ ৭৯.২ ওভারে ৪ উইকেটে ২৩৮ রান।
ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
সারাবাংলা/এসএস
১ম টেস্ট অভিষেক টেস্ট সেঞ্চুরি টেস্ট সিরিজ টেস্ট সেঞ্চুরি বাংলাদেশ বনাম পাকিস্তান লিটন দাস