Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই মুশফিক-লিটনেই প্রতিরোধ


২৬ নভেম্বর ২০২১ ১৪:৩৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৭:৪৬

চট্টগ্রাম থেকে: বিশ্বকাপ ভরাডুবির পর টি-টোয়েন্টি দল থেকে যে ক’জন ক্রিকেটারকে ছেঁটে ফেলা হয়েছে সেই তালিকায় মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের নামও আছে। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দলের বিপদে হাল ধরলেন সেই দুজনই। হাফ সেঞ্চুরি পেয়েছেন দু’জনই। মাত্র ৪৯ রানে চার উইকেট হারিয়ে বসা বাংলাদেশ এগুচ্ছে এই দুজনের ব্যাটে।

শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের স্কোর এই মুহূর্তে ১৭০/৪।

বিজ্ঞাপন

বড় স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ চরম ব্যর্থ হয়েছিল। বিশ্বকাপে আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ। তার ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে। হারতে হয়েছে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে। বিশ্বকাপ দুর্দশার পর দলে বড় পরিবর্তন আনেন নির্বাচকরা। মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকারদের বাইরে রেখে পাকিস্তান সিরিজ খেলে বাংলাদেশ। যদিও মুশফিকের দলে না থাকাকে নির্বাচকদের পক্ষ থেকে ‘বিশ্রাম’ বলা হচ্ছিল। মুশফিক নিজে অবশ্য বলেছিলেন ‘বাদ দেওয়া হয়েছে।’

এমন বিতর্কের মধ্যে মুশফিক সাদা পোশাকে কেমন ক্রিকেট খেলেন সেটিই ছিল দেখার। এখন পর্যন্ত দুর্দান্তই খেলছেন অভিজ্ঞ ক্রিকেটার। অন্যদিকে, লিটন দাসকে টেস্ট দলে নেওয়া হবে কিনা সেটি নিয়েই প্রশ্ন ছিল। কারণ শুধু বিশ্বকাপ না, তার অনেক আগ থেকেই রানে নেই তিনি।

টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছিলেন, টি-টোয়েন্টি খারাপ খেললেও লিটনের সাম্প্রতিক টেস্ট পরিসংখ্যান ভালো। সেই জন্যই দলে রাখা হয়েছে তাকে। অধিনায়কের আস্থার প্রতিদান দারুণভাবেই দিলেন লিটন।

বিজ্ঞাপন

চট্টগ্রামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। মুশফিক-লিটনের প্রতিরোধ সেখান থেকেই। লিটন অবশ্য শুরু থেকেই নিজের মতো করে খেলেছেন। তবে মুশফিক শুরুতে নিজেকে রেখেছিলেন গুটিয়ে। বিন্দুমাত্র ঝুঁকি না নিয়ে উিইকেটে পড়ে থাকার চেষ্টা করে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার। উইকেটে সেট হওয়ার পর খেলেছেন সাবলীল ক্রিকেট।

এর মধ্যেই পঞ্চম উইকেটে ১২০ রান তুলে এখনো অবিচ্ছিন্ন দুজন। এর মধ্যে লিটন ১২৪ বল খেলে ৬১ রান করে অপরাজিত। তার ইনিংসে চার ৬টি, ছক্কা ১টি। মুশফিক ১১৯ বল খেলে ৮টি চারের সাহায্যে ৫৪ রানে অপরাজিত। হাসান আলীকে পরপর দুই চার হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেছেন ১০৮ বলের মাথায়। ৭৬ টেস্টের ক্যারিয়ারে মুশফিকের এটা ২৪তম হাফ সেঞ্চুরি। ২৬ টেস্টে লিটনের এটা দশম হাফ সেঞ্চুরি। লিটন দশম ফিফটিকে প্রথম সেঞ্চুরিতে পরিনত করতে পারেন কিনা এবং মুশফিক ২৪তম হাফ সেঞ্চুরিকে অষ্টম সেঞ্চুরিতে পরিনত করতে পারেন কিনা সেটিই এখন দেখার।

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ মুশফিকুর রহিম লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর