শাহিন শাহ আফ্রিদির এ কেমন আচরণ!
২০ নভেম্বর ২০২১ ১৪:২৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৫:৫২
‘জেন্টেলম্যানস গেম ক্রিকেট’ এমনটাই মনে করেন ক্রিকেটপ্রেমীরা। সেই খেলায় পাকিস্তানি বোলার শাহিন শাহ আফ্রিদি যেটা করলেন, তা একনজর দেখেই যেকোনো ক্রিকেটপ্রেমী বলে দেবেন এই আচরণ তীব্রভাবে নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। হতে পারে শাস্তিযোগ্যও।
সফররত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারে বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়ে। দলের হাল ধরার চেষ্টায় তখন নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন। ইনিংসের তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন আফ্রিদি। ওই ওভারের দ্বিতীয় বলে পিক আপ শটে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে দুর্দান্ত এক ছক্কা হাঁকান আফিফ। এতে খানিকটা ক্ষিপ্ত ছিলেন ওই পাকিস্তানি বোলার। আরও আক্রমণাত্মক ভঙ্গিতে পরের বল ফুলার লেংথে করেন আফ্রিদি। বলটি নিজের ক্রিজের ভেতর দাঁড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবিলা করেন আফিফ। বলটি ছুটে আসে বোলার শাহিন শাহ আফ্রিদির হাতে। সেই বল কুঁড়িয়েই স্টাম ঢেকে থাকা আফিফের পায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে মারেন আফ্রিদি। আঘাত পেয়ে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন ব্যাটার আফিফ হোসেন।
আফিফ ওই বলে রুখে দিয়ে রান নেওয়ার চেষ্টাও করেননি, ছিলেন নিজের ক্রিজে দাঁড়িয়েই। এমনকি তিনি তাকাননি বোলারের দিকেও। উইকেটের পেছনের দিকে যখন তাকিয়ে ছিলেন আফিফ ঠিক সেই সময়ই শাহিন শাহ আফ্রিদি আফিফের পায়ে বল মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন টাইগার এই ব্যাটার। আফিফকে মাটিতে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গেই ক্ষমা চান শাহিন শাহ আফ্রিদি।
এরপর কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরে আফিফ শুশ্রূষা নিয়ে আবারও ব্যাট করতে শুরু করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারের ৫ম বলে সাইফ হাসান নিজের প্রথম বলেই এলবিডাব্লিউ হয়ে ফেরেন। যদিও প্রথমে আম্পায়ার প্রথমে আউট না দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে উইকেটটি পান শাহিন শাহ। আউট হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি সাইফ।
পরের ওভারের শেষ বলে মোহাম্মদ নাঈম শেখ ৮ বলে ২ রান করে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে যখন ফিরছিলেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ২ উইকেট হারিয়ে রান মাত্র ৩।
সারাবাংলা/এসএস
আফিফ হোসেন টপ নিউজ দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম পাকিস্তান শাহিন শাহ আফ্রিদি