জাতীয় লিগে বোলিং করলেন লিটন দাস
১৭ নভেম্বর ২০২১ ১৯:০১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৯:০৩
সময়টা বড্ডই বাজে কাটছে লিটন কুমার দাসের। ক্যারিয়ারের শুরু থেকেই অধারাবাহিকতায় ভোগা লিটন বিশ্বকাপে ছিলেন পুরো ব্যর্থ। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও প্রত্যাশা মেটাতে পারেননি ডানহাতি টপ অর্ডার ব্যাটার। যাতে আসন্ন পাকিস্তান সিরিজের দলে জায়গা হয়নি তার। জাতীয় দল থেকে বাদ পরা লিটন জাতীয় ক্রিকেট লিগ খেলতে নেমে পড়েছেন। জাতীয় লিগের ম্যাচে আজ প্রথমবার বোলিং করতে দেখা গেল লিটন দাসকে।
দল থেকে বাদ পরা লিটন রংপুর বিভাগের হয়ে জাতীয় লিগ খেলছেন। সাভারের বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছে রংপুর। আজ বুধবার (১৭ নভেম্বর) ম্যাচের তৃতীয় দিনে বোলিং করেছেন লিটন। প্রফেশনাল ক্যারিয়ারে এই প্রথম বোলিং করলেন ডানহাতি ক্রিকেটার।
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পরিচিত লিটন অবশ্য সুবিধা করতে পারেননি। রংপুরের হয়ে তিন ওভার বোলিং করে ১৪ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।
আজ ম্যাচের তৃতীয় দিনে ঢাকার বিপক্ষে অবশ্য অন্য রকম একটা বোলিং ‘মহড়া’ই চালিয়েছে রংপুর বিভাগ। ম্যাচ ড্র আন্দাজ করতে পেরেই কিনা দ্বিতীয় ইনিংসে একাদশের ৯ জনকে দিয়ে বোলিং করিয়েছেন রংপুরের অধিনায়ক। যার মধ্যে কিপার লিটনও ছিলেন।