Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাওয়াদের সেঞ্চুরির পর চাপে ওয়েস্ট ইন্ডিজ


২৩ আগস্ট ২০২১ ১৭:১৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২১ ১৭:২৫

কিংসটন টেস্টের প্রথম দিন দুই রানে তিন উইকেট পড়ে যাওয়া পাকিস্তানের হয়ে হাল ধরেছিলেন ফাওয়াদ আলম। ইনজুরির কারণে আউট না হয়েও ওই দিনই মাঠ ছাড়তে হয়েছিল। বৃষ্টির পেটে গেছে কিংসটন টেস্টের দ্বিতীয় দিন। যাতে শুশ্রুষা করার পর্যাপ্ত সময় পেয়েছেন ফাওয়াদ। সুস্থ হয়ে তৃতীয় দিনে আবারও ব্যাটিংয়ে নামলেন এবং দলকে নিলেন শক্ত অবস্থানে। ফাওয়াদের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০২ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। পরে শেষ বিকেলে ৩৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

কিংসটনে দুই রানে তিন উইকেট হারানো পাকিস্তান প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ২১৪ রানে। বাবর আজম ৭৫ রান করে ফিরেছিলেন, আর ফাওয়াদ ফিরেছিলেন ইনজুরি নিয়ে। সুস্থ হয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে ফিরে আর আউট হননি পাকিস্তানি ব্যাটার।

৪ উইকেটে ২১৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান ২৩১ রানে হারায় ষষ্ঠ উইকেট। ফাহিম আশরাফ ফিরে যান ২৬ রান করে, মোহাম্মদ রিজওয়ান ফেরেন ৩১ রানে। তারপর স্বীকৃত ব্যাটার ছিলেন না একজনও। তবে একপ্রান্তে অপরাজিত ছিলেন চোট কাটিয়ে উঠা ফাওয়াদ। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দলকে তিনশর ওপারে নেওয়ার পাশাপাশি নিজের সেঞ্চুরিও নিশ্চিত করেছেন ফাওয়াদ। শেষ পর্যন্ত ২১৩ বলে ১৭টি চারে ১২৪ রানে অপরাজিত ছিলেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার। টেস্ট ক্যারিয়ারে ফাওয়াদের এটা পঞ্চম সেঞ্চুরি।

১৩ টেস্টের ক্যারিয়ারের ২২তম ইনিংসে পঞ্চম সেঞ্চুরি পেলেন পাকিস্তানি ব্যাটার। এশিয়ার কোনো ব্যাটার অতীতে এতো কম ইনিংস খেলে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পায়নি।

পরে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে শুরুতেই বিপদে পড়ে। দলীয় ৯ রানে স্বাগতিক দুই ওপেনারকে তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। চারে নেমে থিতু হওয়ার চেষ্টা করছিলেন রোস্টন চেস। কিন্তু ফাহিম আশরাফ সেই সুযোগ দেননি। দলীয় ৩৪ রানের মাথায় চেসকে সরাসরি বোল্ড করেন ফাহিম। তিন উইকেটে ৩৯ রান নিয়ে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফাওয়াদ আলম বাবর আজম

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর