Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ছিটকে গেলেন লিটন দাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২১ ২০:৫১ | আপডেট: ২৬ জুলাই ২০২১ ২২:৪২

তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর এবার আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাস। না ইনজুরির কারণে নয়, বরং তার বহুল প্রতীক্ষিত এই সিরিজের পথে বাধ সেধেছে পারিবারিক কারণ।

জিম্বাবুয়ে সফরে বাঁ পায়ের উরুতে চোট পাওয়ায় তিন ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। ধারণা করা হচ্ছিল ইনজুরি কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি থেকে খেলতে পারবেন হার্ড হিটার লিটন। কিন্তু হুট করেই শ্বশুর অসুস্থ হয়ে পড়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুলাই) সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তিনি বলেন, ‘এটি নিশ্চিত যে লিটন দাস অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছে না। ইনজুরি সমস্যা নয়, ওর শ্বশুর অসুস্থ।’

এর আগে হাঁটুর চোটে অজিদের বিপক্ষে এই সিরিজ থেবকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা রান সংগ্রাহক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরা এই টাইগারকে চিকিৎসকেরা ন্যূনতম আট সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন। এতে অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই, এর পরের নিউজিল্যান্ড সিরিজেও তাকে পাওয়া যাবে না।

এদিকে, করোনা আক্রান্ত মা-বাবার পাশে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে দেশেফেরা  ‍মুশফিকুর রহিম অজিদের বিপক্ষে খেলতে পারবেন না ১০ দিনের কোয়ারেনটাইনের শর্ত পূরণ না করায়।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে ২৯ জুলাই বিকেলে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/টিআর

অস্ট্রেলিয়া সিরিজ টপ নিউজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর