আবারও টপ অর্ডারে দৈন্য দশা
১৮ জুলাই ২০২১ ১৮:৫৬
আরেকবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ দ্বিতীয় ওয়ানডেতে ২৪১ রান প্রয়োজন বাংলাদেশের। এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে বাংলাদেশের টপ অর্ডারে দৈন্য দশা অনেক দিনের। নিউজিল্যান্ড সফর, শ্রীলংকা সফর, ঘরের মাঠের শ্রীলংকা সিরিজ এবং চলতি জিম্বাবুয়ে সিরিজে আগের দুই ম্যাচেও ব্যর্থ হয়েছে টপ অর্ডার। ধারাবাহিকতাটা অব্যাহত থাকল আজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতেও।
রোববার (১৮ জুলাই) হারারের স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের ২৪০ রানের জবাব দিতে নেমে শুরুতে বেশ ভালোই এগুচ্ছিলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। দশম ওভারে গিয়ে ঘটল বিপত্তি।
দলীয় ৩৯ রানের মাথায় জংওয়ের বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিলেন তামিম ইকবাল (৩৪ বলে ২০)। তারপর আর ১৯ রান যোগ হতেই আরও দুই উইকেট পতন! দলীয় ৪৬ রানের মাথায় ২১ রান করে ফিরে জান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস। চারে নামা মোহাম্মদ মিঠুন টিকতে পেরেছেন মাত্র তিন বল। সেই জংওয়ের বলেই ফিরেছেন ব্যক্তিগত ২ রানের মাথায়।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৫৬ রান করেছেন মাদভেরে। বাংলাদেশের পক্ষে ৪৬ রানে চার উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।