ফের ব্যর্থ লিটন
২৫ মে ২০২১ ১৪:৪১
রানে ফেরার আভাস দিয়ে আবারও ব্যর্থ অনেকদিন ধরে অফফর্মে থাকা ওপেনার লিটন কুমার দাস। সময় নিয়ে উইকেটে সেট হলেও পরে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ডানহাতি ওপেনার। এদিকে, অনেকদিন পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতও সুবিধা করতে পারেননি।
ওপেনার লিটনের অফ ফর্ম চলছে অনেকদিন ধরে। গত বছর ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে করা সেই সেঞ্চুরির পর ওয়ানডেতে আট ইনিংস ব্যাটিং করেছেন লিটন, যার মধ্যে আজকের ২৫ রানই সর্বোচ্চ স্কোর। বারবার আউট হয়েছেন দৃষ্টিকটু শট খেলে।লিটনের আগের সাতটি ইনিংস যথাক্রমে- ১৪, ২২, ০, ১৯, ০, ২১, ০।
একদিন আগে ওপেনার লিটনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন। গুঞ্জন শোনা যাচ্ছিল, আজকের ম্যাচে একাদশে নাও জায়গা হতে পারে লিটনের। শেষ পর্যন্ত তার ওপর ভরসা করেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু আজও প্রতিদান দিতে ব্যর্থ ডানহাতি ওপেনার।
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তারপর দারুণ একটা ইনিংস খেলার দায়িত্ব ছিল লিটনের। ডানহাতি ওপেনার উইকেটে সেট হতে পর্যাপ্ত সময়ও নিয়েছিলেন। প্রথম ১৩ বল খেলে রান করেছিলেন ১টি।
তবে সেট হয়েও পরে উইকেট বিলিয়ে দিয়ে ফিরেছেন ব্যক্তিগত ২৫ রানের মাথায়। লাকসাম সান্দাকানের ওয়াইড লাইনের ডেলিভারি তাড়া করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন পয়েন্টে। ৪২ বলে ২৫ রান করে ফিরেছেন লিটন।
লিটনের পর উইকেটে আসা মোসাদ্দেক হোসেন সৈকতও খুব একটা সুবিধা করতে পারেননি। সান্দাকানের পেছনের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক ফিরেছেন ১২ বলে ১০ রান করে। ৭৪ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।
তারপর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে বিপদে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৪/৪। ৩২ রানে ব্যাট করছেন মুশফিক। তার সঙ্গে ১ রানে অপরাজিত মাহমুদউল্লাহ।