লিটন দাস ১৪, ২২, ০
২৫ জানুয়ারি ২০২১ ১৬:৪৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৭:১৬
চট্টগ্রাম থেকে: আবহাওয়ার সঙ্গে লিটন দাসের ব্যাটিংয়ের অদ্ভুত মিল! পরিবেশ ও প্রতিবেশগত কারণে আবহাওয়ায় যেমন মেঘ-রোদ্দুরের খেলা চোখে পড়ে লিটনের ব্যাটিংও তেমনি! এই রোদ তো এই মেঘ! নান্দনিক ব্যাটিংয়ে গোটা বিশ্বকে যেমন বুঁদ করে রাখেন তেমনি কুৎসিত ব্যাটিংয়ে ভক্তের হৃদয় ভাঙতেও সিদ্ধহস্ত তিনি!
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজটি কথাই ধরুন না। তিন ম্যচে তার ব্যাট থেকে থেকে এসেছে মাত্র ৩৬ রান! ম্যাচ প্রতি গড় ১২! মিরপুর শের-ই-বাংলায় প্রথম দুই ওয়ানডেতে করেছেন যথাক্রমে ১৪ ও ২২ রান। ‘লাকি ভেন্যু’ চট্টগ্রামে এসে তো রানের খাতাই খুলতে পারলেন না! ফিরে গেছেন শূন্য হাতে। তার নামের পাশে যা একেবারেই বেমানান। এতে করে আবারো প্রশ্নবিদ্ধ তার ধারাবাহিকতা।
অথচ গেল বছরের মার্চে বাংলাদেশের সবশেষ খেলা ওয়ানডে সিরিজে কী অসাধারণ ব্যাটিংই না করলেন এই টপ অর্ডার। সেবার জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তার উইলো থেকে এল অপরাজিত ১২৬ রান। তৃতীয় ওয়ানডেতে তো বিস্মকর রেকর্ডই করে বসলেন। ১৭৬ রান করে ভেঙে দিলেন ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের সকল রেকর্ড!
অথচ একই মানের ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে তার ব্যাট হাসলই না! প্রতিটি ম্যাচেই ধুকেছেন। নেতিবাচক শারিরীক ভাষা ও দৃষ্টিকটূ ব্যাটিংয়ে নিজের সামর্থকেই যেন প্রশ্নবিদ্ধ করলেন লাল সবুজের ক্লাসিক ব্যাটসম্যানের তকমা পাওয়া এই ব্যাটসম্যান।
দুঃখজনক হলেও সত্য, ওয়ানডেতে ৬ বছরের ক্যারিয়ারে কখনোই ধারাবাহিক ছিলেন না, সম্প্রতি টিম বাংলাদেশের অটোম্যাটিক চয়েস হয়ে উঠা লিটন দাস। আজ ১২১ করেছেন তো কাল ৪ রানেই ইনিংসের এপিটাফ লিখে দিয়েছেন।! অভিষেকের প্রথম তিন বছর তো ফিফটির কোঠাই স্পর্শ করতে পারেননি। এই সময়ে তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪১।
২০১৮ সালে এসে এশিয়া কাপে ক্যারিয়ারের প্রথম ওয়ানডের পেলেন। আসরে ভারতের বিপক্ষে ১২১ রানের ঝলমলে ইনিংসে টিম ম্যানেজমেন্টের হৃদয় জিতে নিলেন। কিন্তু তার পরের সিরিজেই আবার সেই দীনতা।
ওই বছরের অক্টোবরে সফরকারি জিম্বাবুয়ের বিপক্ষেও আবার অধারাবাহিক। তিন ম্যাচের ওয়ানডেতে তার ব্যাট থেকে সর্বোচ্চ এল ৮৩ রান। বাকি দুই ম্যাচে নামের পাশে ৪ ও ০ রান।
এর পর টানা ১ বছর ১৫ ম্যাচে কোন সেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৯৫* রানের রানের ইনিং খেলেছেন বিশ্বকাপে, টনটনে। ১৬তম ম্যাচে এসে ১২৬ রান করেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে। একই সিরিজে তার ব্যাট থেকে এসেছে রেকর্ড ১৭৬ রান। ঠিক তার পরের সিরিজ মানে চলমান উইন্ডিজ সিরিজে তার ব্যাটে আবার রান খরা।
আর কবে ধারাবাহিক হবেন লিটন?
২০১৫ সালে ওয়ানডেতে অভিষিক্ত এই ব্যাটসম্যান আজ অব্দি ৩৯ ম্যাচে করেছে ১১১৫ রান। ম্যাচ প্রতি গড় ৩১.৮৫, স্ট্রাইক রেট ৯৩.৩০।
টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লিটন দাস