Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের টেস্ট অধিনায়কও বাবর


১১ নভেম্বর ২০২০ ০০:০৫

টি-টোয়েন্টি ও ওয়ানডেতে পাকিস্তানকে অনেক আগ থেকেই নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। এবার টেস্টের নেতৃত্বভারও উঠল তরুণ এই ক্রিকেটারের কাঁধে। পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে বাবরকে।

মঙ্গলবার ( অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট অধিনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হতে পারে আগামী ডিসেম্বরে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করার কথা পাকিস্তানের।

বিজ্ঞাপন

সদ্য সাবেক হয়ে পড়া আজহার আলীকে যে নেতৃত্ব থেকে সড়ানো হচ্ছে সেটা অনেক আগ থেকেই শোনা যাচ্ছিল। সর্বশেষ ইংল্যান্ড সফরে তার নেতৃত্বে ভালো করতে পারেনি পাকিস্তান। তাছাড়া আজহারের ব্যাটে রানও ছিল না। এসব নিয়ে ফিঁসফাঁসের মধ্যেই আজ চূড়ান্ত ঘোষণা এলো।

গত অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বানানো হয় আজহার আলীকে। তারপর তার নেতৃত্বে আট টেস্ট খেলে দুটিতে জিতেছে পাকিস্তান। তিনটি করে হার এবং ড্র।

পাকিস্তান ক্রিকেট পিসিবি বাবর আজম

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর