চতুর্থ ধাপের অনুশীলনে যুক্ত হচ্ছেন লিটন
২১ আগস্ট ২০২০ ২৩:০৬
করোনাভাইরাসকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্বাবধানে কয়েক সপ্তাহ ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন ক্রিকেটার। চতুর্থ ধাপের অনুশীলন শুরু হচ্ছে আগামীকাল শনিবার। চতুর্থ ধাপে ঢাকা পর্বের অনুশীলনে যোগ দিচ্ছেন তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস।
শুক্রবার (২১ আগস্ট) হোয়াটসঅ্যাপে বিসিবির পাঠানো সূচীতে বিষয়টি জানানো হয়েছে। চতুর্থ ধাপের অনুশীলন শনিবার থেকে শুরু হলেও সূচী মতে লিটন যোগ দিবেন আগামী ২৫ আগস্ট থেকে।
এদিকে, অন্যান্য দিনের মতো আগামীকাল নিজ নিজ অনুশীলনে ঘাম ঝড়াবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমানরা। দিনের অনুশীলন শুরু হবে সকাল সাড়ে ৮টায়। ওই সময়ে ইনডোরে ব্যাটিং অনুশীলন শুরু করবেন সাদমান ইসলাম। ব্যাটিং শেষে ৯টা ২০ মিনিট থেকে মেইন গ্রাউন্ডে রানিং ও জিম সেশন শুরু করবেন সাদমান। এদিকে ওই সময়ে (৯.২০টা) ব্যাটিং অনুশীলন শুরু করবেন মুশফিকুর রহিম।
সাদমান, মুশফিকের পর পর্যায়ক্রমে মাঠে এসে ব্যাটিং, রানিং ও জিম সেশন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সৌম্য সরকার, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, আফিফ হোসেন ধ্রুব ও নারী দলের ব্যাটার শারমিন সুপ্তা।
একাডেমি মাঠে বোলারদের বোলিং, রানিং ও জিম সেশন শুরু হবে সকাল ৯টায়। শফিউল ইসলাম ৯টায় এসে প্রথম বোলিং অনুশীলন শুরু করবেন। এরপর একাডেমিতে একে একে বোলিং, রানিং ও জিম সেশন করবেন আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, নারী দলের তিন বোলার জাহানারা আলম, নাদিরা আক্তার ও লতা মণ্ডল।
একই দিনে ঢাকার বাইরের অপর চার ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টডিয়ামে অনুশীলনে ধাম ঝড়াবেন অন্যান্য ক্রিকেটাররা।