Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাবিদের ‘রোষানলে’ পাকিস্তান অধিনায়ক


২৭ জুন ২০২০ ১২:৪৫ | আপডেট: ২৭ জুন ২০২০ ২০:৫৩

সবকিছু ঠিক থাকলে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী ২৮ জুন ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু সব কিছু ‘ঠিক’ থাকছে কই! সফরের আগ মুহূর্তে করোনাভাইরাসের পরীক্ষায় পাকিস্তানের ১০ জন ক্রিকেটার ‘পজিটিভ’ হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভাইরাসটিতে ১০ জনের আক্রান্ত হবার পর বাকি ক্রিকেটাররা ঘরেই থাকছেন। এই সময়টাতে শোয়েব মালিকের ভিডিও আড্ডা নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের ক্রিকেটহীন সময়টাতে অনেক ক্রিকেটারকেই ভিডিও আড্ডা আয়োজন করতে দেখা গেল। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ভিডিও আড্ডায় যুক্ত হয়েছিলেন দেশি-বিদেশি বেশ কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্ব। রোহিত শর্মা, যুবরাজ সিং, হরভজন সিং, রমিজ রাজা, ব্রেট লি, ব্রেন্ডন ম্যাককালামরাও ভিডিও আড্ডার আয়োজন করেছেন। কদিন ধরে শোয়েব মালিকও অনলাইনে লাইভ আড্ডায় মেতেছেন। সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মালিকের আড্ডায়। সেখানেই ভাবিদের রোষানলে পড়তে হলো বাবরকে।

বিজ্ঞাপন

ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনার মধ্যে বাবরের সঙ্গে একটু আধটু দুষ্টমিও করতে চেয়েছেন মালিক। অভিজ্ঞ অলরাউন্ডার এক ফাঁকে বাবারকে বলেন, তোমার ভাবিরাও কিন্তু এই শো দেখছেন। এবার বলো তোমার প্রিয় ভাবি কে?

উত্তরে সদ্য সাবেক হয়ে যাওয়া পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের স্ত্রী সৈয়দা খুশবখতের নাম বলেন বাবর। ব্যাস, তেলেবেগুনে জ্বলে উঠেন বাকি ভাবিরা। মজার ছলে বাবরকে মেরে ফেলার কথাও বলেছেন শোয়েব মালিকের স্ত্রী ভারতীয় টেনিস সেনশেসন সানিয়া মির্জা ও পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলীর স্ত্রী নায়লা আজহার।

লাইভ শোতে কমেন্ট বক্সে সনিয়া মির্জা বাবরকে তাক করে লিখেন, ‘আমি তোমাকে মেরেই ফেলব। আমাদের বাসার সোফায় আর ঘুমাতে পারবে না তুমি।’ নায়লা আজহার লিখেছেন, ‘মেরে ফেলব! ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বাসায় আর দাওয়াত পাবে না তুমি।’

একটু ঘুরিয়ে বাবরকে বিয়ের কথাও জিজ্ঞেস করেন মালিক। ‘হৃদয়টা ভাঙছ কবে’ মালিকের এমন পেঁচান প্রশ্নের জবাবে বাবরও কম জাননি। বলেছেন, ‘হৃদয়টা আপাতত অখণ্ডই রাখতে চাই।’

পাকিস্তানি অধিয়াক পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর