Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় ইতিহাসগড়া ব্যাট, জার্সি নিলামে তুলবেন আজহার


২৯ এপ্রিল ২০২০ ১৭:২৩

টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন অনেকেই। পাকিস্তানেরই চারজন টেস্টে তিনশ পেরিয়েছেন। তবে আজহার আলীর ট্রিপল সেঞ্চুরিটা একটু বিশেষই। গোলাপি বলের দিবারাত্রির টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরিটা এসেছে তার ব্যাট থেকে। করোনাভাইরাস মোকাবিলায় তহবিল সংগ্রহে ইতিহাস গড়া সেই ব্যাটটি নিলামে তুলবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। পাশাপাশি ইতিহাস গড়া আরো একটা জার্সিও নিলামে তুলবেন তিনি।

বিজ্ঞাপন

আজহারের জার্সিটি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা জার্সি। ফাইনালে ভারতকে হারিয়ে সেবার ট্রফি জিতেছিল পাকিস্তান। ওই ম্যাচে পাকিস্তানকে শিরোপা জেতানো ক্রিকেটারদের স্বাক্ষর আছে জার্সিটিতে। এই দুই স্মারকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১০ লাখ পাকিস্তানি রুপি।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন আজহার। পাকিস্তানি অধিনায়ক লিখেন, ‘আমার সবচেয়ে প্রিয় স্মারকগুলোর দুটি এগুলো। ট্রিপল সেঞ্চুরির সৌভাগ্য সব ক্রিকেটারের হয় না। আর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর জার্সিতে সবার অটোগ্রাফ নিয়ে রেখেছিলাম। দুটি স্মারকই আমার হৃদয়ের খুব কাছের। তবে এই কঠিন সময়ে সেসব যদি লোকের উপকারে লাগে, আমি তাতেই বেশি ভালো লাগবে। চলমান সংকটে থাকা মানুষদেরকে সাহায্য করতে আমি আমার দুই প্রিয় স্মারক নিলামে তুলছি। পাকিস্তানের মুদ্রায় ভিত্তিমূল্য রাখছি ১০ লাখ রুপি। নিলাম এখন শুরু হচ্ছে এবং সেটা ৫ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।’

আজহার ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ২০১৬ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুবাই টেস্টে তার অপরাজিত ৩০২ রানের ইনিংসটি ছিল ২৩টি চার ২টি ছক্কায় সাজানো। ওপেনিংয়ে নেমে ওই রান করতে ৪৬৯ বল খেলেছিলেন আজহার। ম্যাচটা শেষ পর্যন্ত ৫৬ রানে জিতে পাকিস্তান।

করোনা মোকাবিলা করোনাভাইরাস জার্সি নিলামে পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর