Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকইনফোর সেরা পারফরম্যান্সে মাশরাফি-মুশফিক-লিটন


২২ জানুয়ারি ২০১৯ ১৭:৪২ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৭:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ২০১৮ সালের বর্ষসেরাদের পুরস্কার ঘোষণা করেছে। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আইসিসির সেরাদের দলে বাংলাদেশের অন্য কেউ না থাকলেও ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা, রানমেশিন মুশফিকুর রহিম আর লিটন দাস।

বিজ্ঞাপন

বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের মধ্যে ইএসপিএন ক্রিকইনফোর বিচারক প্যানেল বাংলাদেশের দুটি পারফরম্যান্স রেখেছেন। দুটিই এশিয়া কাপের ঘটনা। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের খেলা ১৪৪ রানের দুর্দান্ত ইনিংসটি জায়গা পেয়েছে। ৩ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর দলের হাল ধরেছিলেন মুশফিক। মোহাম্মদ মিঠুনকে নিয়ে দলকে টেনে নিয়ে যান মুশফিক। ১৩৪ রানের মাথায় মিঠুন ফিরে যান। এরপর ১৪২ রানের মাথায় বাংলাদেশ ৫ উইকেট হারায়। লোয়ার অর্ডারকে নিয়ে মুশফিক এগিয়ে চলেন। ভাঙা হাত নিয়ে শেষ উইকেটে মাঠে নামেন তামিম ইকবাল।

১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। তামিমকে নিয়ে দশম উইকেট জুটিতে ১৬ বলে ৩২ রান এনে দিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন দারুণ এক জয়। দুবাইয়ে মুশফিকের ১৪৪ রানের ইনিংসটি তাই ক্রিকইনফোর সেরা ব্যাটিং পারফরম্যান্সের মধ্যে জায়গা নিয়েছে অনায়াসে।

এশিয়া কাপেরই আরেকটি ইনিংস জায়গা করে নিয়েছে ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সে। এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে লিটন দাস ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি পূর্ণ করেন। বিতর্কিত এক আউটে সাজঘরে ফেরার আগে লিটন খেলেন ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস। দলের ২২২ রানের ইনিংসে তার অবদানই ছিল ১২১ রান।

বিজ্ঞাপন

মুশফিক-লিটন দুই ব্যাটসম্যানের সঙ্গে ক্রিকইনফোর সেরা পারফরমারদের মধ্যে আছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট সফরের প্রথম ম্যাচে ম্যাশ নিয়েছিলেন ৪ উইকেট, খরচ করেছিলেন ৩৭ রান। টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে মাশরাফির নেতৃত্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে সাকিব ও তামিমের ব্যাটে ভর করে টাইগাররা তোলে ২৭৯ রান। বল হাতে জ্বলে উঠেন মাশরাফি। ইনিংসের শুরুতে এভিন লুইসকে ফিরিয়েছেন। পরে জ্যাসন হোল্ডার, আন্দ্রে রাসেল ও অ্যাশলি নার্সকে ফিরিয়ে দেন মাশরাফি। ৩৭ রানে ৪ উইকেট পাওয়া সে পারফরম্যান্সও জায়গা পেয়েছে ক্রিকইনফোর সেরা পারফরম্যান্সে।

সারাবাংলা/এমআরপি

মাশরাফি মুশফিক লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর