Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবরকে অধিনায়কত্ব ছাড়তে বললেন পাকিস্তানের সাবেকরা

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৩ ১৫:০২

ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে আগে খানিকটা মজা করেই বাবর আজম বলেছিলেন, এক ম্যাচে হারলে নিশ্চয়ই তার অধিনায়কত্বে টান পড়বে না! আহমেদাবাদে রোহিত-কোহলিদের কাছে নাস্তানাবুদ হওয়ার পর সেই অধিনায়কত্ব নিয়েই নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পাকিস্তান অধিনায়ককে। বিশেষ করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ভারতের বিপক্ষে এমন হারের পর বাবরের অধিনায়কত্বের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক মঈন খান ও শোয়েব মালিক বলছেন, বাবরের উচিত অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো।

বিজ্ঞাপন

প্রথম দুই ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচে এসেই তালগোল পাকিয়ে গেল সব। ব্যাটিংয়ের শুরুটা ভালো হলেও মাত্র ৩৬ রানেই শেষ আট উইকেট হারিয়েছেন বাবররা। ব্যাট হাতে দলের ভেতর সর্বোচ্চ স্কোর গড়লেও তার থেকে আরও বেশিই আশা করেছিল দল। বোলিংয়েও পাকিস্তানের দুর্দশা কাটেনি, বিশেষ করে রোহিতের সামনে দাঁড়াতে পারেননি আফ্রিদি-হাসান আলীদের কেউই।

মঈন খানের মতে, বাবর নিজে ‘ভয়ে ভয়ে’ খেলেছেন বলেই দলের এমন বেহাল দশা, ‘বাবর যখন ক্রিজে আসে তখন পাকিস্তান ভালো অবস্থায় ছিল। সেখান থেকে সে ৫৮ বল খেলেছে, কিন্তু ইনিংসটা বড় করতে পারেনি। যখন আপনার অধিনায়কই ভয়ের মাঝে খেলতে থাকবে, তখন বাকিরাও তাকেই অনুসরণ করবে। এজন্যই সবাই চাপে ছিল। কাউকেই আমি শট খেলার আগ্রহ প্রকাশ করতে দেখিনি, সবাই আউট হওয়ার ভয়েই ছিল।’

এদিকে শোয়েব মালিক চাইছেন, বাবরের জায়গায় দলের নেতৃত্ব দিক শাহীন শাহ আফ্রিদি, ‘বাবর অসাধারণ ব্যাটার, এতে কোনো সন্দেহ নেই। অধিনায়ক হিসেবে তার মাঝে নতুনত্ব নেই। অনেকটা সময় ধরেই সে অধিনায়ক আছে, কিন্তু সে উন্নতি দেখাতে পারেনি, ভালো কিছু উপহারও দিতে পারছে না। বাবর সরে গেলে আফ্রিদির উচিত অধিনায়কের ভারটা গ্রহণ করা, লাহোর কালান্দারসের হয়ে সে দারুণ অধিনায়কত্ব করেছিল।’

পরের ম্যাচে ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। সাবেকদের কথার জবাব কি সেই ম্যাচেই দেবেন বাবর?

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান ক্রিকেট দল বাবর আজম

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর