বন্যা উপদ্রুত বগুড়া-১ [ছবি]
৭ আগস্ট ২০২০ ০৮:০০ | আপডেট: ৭ আগস্ট ২০২০ ১৪:২৪
করোনাভাইরাসের পাল্লায় পড়ে রাজধানী ছেড়ে আসি ঘোরগ্রামে। এখানে ভাইরাস-বন্যা-কোরবানি-ঈদ’কে ঘিরে গল্প এগোতে থাকে। শ্রাবণ মাস – বৃষ্টি হয় আবার ভ্যাপসা গরম। দুই দিক থেকে চোখ রাঙ্গায় বাঙ্গালি-যমুনা নদী। বিল-ঝিল-নীচু জমি পানি থৈ থৈ। বন্যার দীর্ঘস্থায়িত্বের পূর্বাভাসে ভেসে আসে আমন ধানের অনুপস্থিতি। তবে, পাট আছে। কৃষকদের কেউ কেউ পাট রফতানির খবরে কিছুটা হাফ ছেড়ে বাঁচে। আর বন্যা উপদ্রুত বগুড়া-১ এর আরও কিছু মানুষ বাঁচে মাছে। বানের পানির সঙ্গে সঙ্গে নদী-খাল-বিল-ঝিল-নীচু ধানের জমিতে জাল নামে। মাছের ভেতর দিয়ে ধানের অভাব কি আর ঘোঁচে? চটকা জালের পাটাতনে বসে মাঝি চোখ মোছে।
বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়ন ও তার আশেপাশের যমুনা তীরবর্তী অঞ্চল থেকে ছবিগুলো সারাবাংলা‘র জন্য তোলা হয়েছে।
টপ নিউজ নভেল করোনাভাইরাস পাকুল্যা পাট বগুড়া বগুড়া-১ বন্যা বাঙ্গালি নদী যমুনা নদী সোনাতলা