Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি পর্যবেক্ষক অনুমোদনের ক্ষমতা চায় ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৫ ০০:০২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১১:২০

নির্বাচন কমিশন লোগো

ঢাকা: বিদেশিদের ভোট পর্যবেক্ষণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে, তাদের অনুমোদনের ক্ষমতা নিজেদের কাছেই রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগে এ ক্ষমতা সরকারের হাতে ছিল।

রোববার (১৩ এপ্রিল) নাম প্রকাশ না করার শর্তে ইসি কর্মকর্তারা এ তথ্য জানান। বর্তমান প্রক্রিয়ায় কোনো বিদেশি পর্যবেক্ষক আসতে চাইলে দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হয়। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করে নো অবজেকশন দিলে নির্বাচন কমিশন অন্য কার্যক্রম সম্পন্ন করে।

বিজ্ঞাপন

এতে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ থেকে যায়। কেননা, সরকার বা ক্ষমতাসীনদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তিকে অনুমোদন দেওয়া হয় না। অতীতে এমন নজির রয়েছে। তাই এই ক্ষমতাটি ইসি তার নিজের কাছেই রাখতে চায়।

জানা গেছে, বিদেশি পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করে তাই ওই বিধান আনার কথা ভাবছে কমিশন। এরই মধ্যে সংশ্লিষ্ট কমিটি একটি প্রস্তাব করেছে। বিষয়টি ইসির সভায় উত্থাপন করা হবে। কমিশন সভায় অনুমোদন হলেই তা বাস্তবায়ন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি ৩৪ দেশ ও চারটি সংস্থার শতাধিক পর্যবেক্ষককে আসার আমন্ত্রণ জানিয়েছিল। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থা ১৬৮ জন ভোট দেখতে আসতে পেরেছিলেন। এদের মধ্যে ইসির আমন্ত্রিত ছিলেন মাত্র ১৯ জন।

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওআইসি ও কমনওয়েলথ থেকে ৩৮ জন, বিভিন্ন মিশনের ৬৪ জন এবং বাংলাদেশস্থ বিভিন্ন দূতাবাসে বা হাইকমিশনে কর্মরত বাংলাদেশি ৬১ জন; মোট ১৬৩ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/পিটিএম

ইসি ক্ষমতা চায় বিদেশি পর্যবেক্ষক

বিজ্ঞাপন

আবারও হতাশ করলেন মুশফিক
২২ এপ্রিল ২০২৫ ১৬:৫৩

আরো

সম্পর্কিত খবর