Friday 28 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৬:৩৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:২৭

পোশাক শ্রমিকরা শ্রম অধিদফতরে অবরোধ করতে এলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ছবি: সারাবাংলা

ঢাকা: বকেয়া বেতনসহ কয়েকটি দাবিতে শ্রম অধিদফতরে অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে পোশাক শ্রমিকদের। এ সময় শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে পুলিশ। ছবি: সারাবাংলা

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, এনজেডএফ গার্মেন্টসের কয়েকশো শ্রমিক দুপুরে পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদফতর ভবন ঘেরাও করেন। কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে শ্রমিকরা অতর্কিত হামলা চালায়।

পুলিশ আন্দোলনে বাধা দিতে গেলে শ্রমিকরা অতর্কিত হামলা চালায়। ছবি: সারাবাংলা

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ‘পোশাক শ্রমিকদের একটি মিছিল সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পরে শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

সারাবাংলা/এমএইচ/এমপি

পুলিশ শ্রমিক আন্দোলন সচিবালয়

বিজ্ঞাপন

ছবির গল্প টুপির কারখানা
২৮ মার্চ ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর