Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতারে অংশ নিলেন মমতা, দিলেন ধর্মীয় সম্প্রীতির বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১২:১২

ইফতার মাহফিলে অংশ নেন মমতা ব্যানার্জী। ছবি: সংগৃহীত

‘বাংলার মাটি সম্প্রীতির মাটি। রমজান মাসে যেমন দোল-হোলির শুভেচ্ছা জানিয়েছি তেমনি পবিত্র এই মাসে সবার রোজা যেন আল্লাহ কবুল করে নেন, সকলের হয়ে আমি সেই দোয়াও করব’ বলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (১৭ মার্চ) হুগলি জেলার ফুরফুরা শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এই দিন ফুরফুরা শরীফে পৌঁছে পীরজাদাদের সঙ্গে দেখা করেন মমতা। তাদের সঙ্গে আলাপ-আলোচনা সারেন এই মুখ্যমন্ত্রী। এ সময় মমতার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও।

ধর্মের ভিত্তিতে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নিয়ে কথা বলেন মমতা। তিনি বলেন, ‘আমি যখন দুর্গাপূজা করি, কালীপূজা করি, তখন তো কেউ এ নিয়ে প্রশ্ন তোলে না! তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?’

মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন- আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, গুরুদুয়ারে যাই, তেমনি ঈদের আয়োজনেও যাই। প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যাই। কারণ আমি মনে করি, বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি, তেমনি রমজানেও সকলের জন্য দোয়া-প্রার্থনা করছি।’

মমতা আরও বলেন, ‘ফুরফুরায় যে পলিটেকনিক কলেজ ও ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে, তা আবু বকর সাহেবের নামেই নামকরণ করা হবে। ওবিসি সংরক্ষণের বিলটার জন্য নিয়োগ আটকে রয়েছে। তৈরি করা জিনিস থাকা সত্ত্বেও চিকিৎসক ও নার্সদের নিয়োগ দিতে পারছি না। সমস্যা মিটে গেলেই এগুলো চালু হয়ে যাবে।’

সারাবাংলা/এসডব্লিউ

ইফতার মাহফিল পশ্চিমবঙ্গ ভারত মমতা ব্যানার্জী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর