Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১১:১৯

কলাপাড়া থানা

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত নয়টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত মনিরা ওই এলাকার সবুজ মোল্লার মেয়ে। সে নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ মার্চ) দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী গ্রামের নানা বাড়িতে যায়। পরে বিকেলে এক প্রতিবেশি নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বলেন, এটি হত্যা না আত্মহত্যা সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। তদন্ত চলছে এবং ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

মৃত্যু রহস্যজনক স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর