Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৫:৫১ | আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৬:২৯

লিয়ন ফকির

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণে ব্যর্থ হয়ে বিধবাকে ছুরিকাঘাতের অভিযোগে লিয়ন ফকির (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ। এর আগে শুক্রবার রাতে ধর্ষণ চেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

অভিযুক্ত লিয়ন উপজেলার দক্ষিণ পশ্চিম কামারগাঁও এলাকার নিরব ফকিরের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে ভুক্তভোগীর দুই ছেলে তারাবীহ নামাজ পড়তে গেলে রাত সাড়ে ৮টার দিকে লিয়ন ফকির ভুক্তভোগীর বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভুক্তভোগী দড়জা খুলে দেন। এ সময় তার কু-প্রস্তাবে বিধবা রাজী না হওয়ায় ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে অভিযুক্ত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত নারীকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওসি শাকিল আহম্মেদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের করলে স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত লিয়নকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এসআর

ধর্ষণ চেষ্টা ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত বিধবাকে ছুরিকাঘাত মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর