Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দিনের পর দিন ধর্ষণ, নির্যাতন বৃদ্ধি পেলে নারীরা পিছিয়ে যাবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৪:৩৪

জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলা কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজিত মানববন্ধন

রাঙ্গামাটি: দিনের পর দিন ধর্ষণ, নারী নির্যাতন বৃদ্ধি পেতে থাকলে আমাদের নারী সমাজ পিছিয়ে যাবে। রাঙ্গামাটিতে অনুষ্ঠিত এক মানববন্ধনে এসব কথা বলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা বেগম।

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলা কমিটি ও বাংলাদেশ মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন- সুজনের রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতেয়ার, সুজন নেতা ইন্দ্রদত্ত তালুকদার, ইসমত আরা বেবী, মহিলা পরিষদ নেত্রী মিনারা বেগম, শাহেদা আক্তারসহ আরও অনেকে।

মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা বেগম বলেন, আমরা বার বার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি, আন্দোলন করছি। ফলশ্রুতিতে কিছুই হচ্ছে না, বেশির ভাগ দোষী আইনের বাইরে। আমাদের মা-বোনেরা ঘরে বাইরে, রাস্তা-ঘাটে কোথাও নিরাপদে নেই। সৌদি আরবে
যেভাবে ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হতো, সেভাবে আমাদের দেশেও যদি ধর্ষককে সেভাবে শাস্তির আওতায় আনা হতো তাহলে আমাদের দেশে পুরুষশাসিত সমাজ নারীদের ধর্ষণ করতে সাহস পেত না। এভাবে দিনের পর দিন ধর্ষণ, নারী নির্যাতন বৃদ্ধি পেতে থাকলে আমাদের নারী সমাজ পিছিয়ে যাবে।

বিজ্ঞাপন

এ সময় মানববন্ধন থেকে ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা গ্রহণ, প্রতিটি নির্যাতনের তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং নারী নিযাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন বক্তারা।

সারাবাংলা/এনজে

ধর্ষণ নারী নির্যাতন মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর