সিলেটে সেনাবাহিনীর অভিযান, নারীসহ আটক ৪
৭ মার্চ ২০২৫ ২৩:৩৪
সিলেট: সিলেট শহরতলীর পীরের বাজারে সেনাবাহিনীর অভিযানে নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, বুম, আন্ডারগ্রাউন্ড পত্রিকার প্রেসকার্ড উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে সিলেটের পীরেরবাজার সংলগ্ন শাহ সুন্দর মাজার এলাকার মোকামেরগুল গ্রামের নুর উদ্দিনের বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র থেকে জানা যায়, উদ্ধার হওয়া মালামালের মধ্যে ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, পেন্সিডিল, ক্যামেরা, বুম, ভুয়া সাংবাদিকতার পরিচয়পত্র, মোবাইল, ল্যাপটপ, ছুরি, ক্যামেরা স্ট্যান্ড উদ্ধার করা হয়।
এ সময় মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামের একজন ভুয়া সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ডিউটি অফিসার এস আই তোতা মিয়া সারাবাংলাকে জানান, সেনাবাহিনীর বিএ ১২৩৪৬ লেফটেন্যান্ট নাহিদুল ইসলাম ৩৪ বীর এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/এইচআই