Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেসব রাজনৈতিক দলের নেতারা যোগ দিলেন আত্মপ্রকাশ অনুষ্ঠানে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ গ্রহণ করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে যোগ দেওয়া রাজনৈতিক দলের নেতারা হলেন, বিএনপির রুহুল কবির রিজভী ও এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটেরসহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন।

সারাবাংলা/এমএইচ/এমপি

জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল রাজনৈতিক দল

বিজ্ঞাপন

দল থেকে ছিটকে পড়ে 'হতাশ' মেসি
১৮ মার্চ ২০২৫ ১৫:৫৫

আরো

সম্পর্কিত খবর