Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম এত রাগ করেন কেন?

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫ ২০:১৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২৩:১৭

তামিম ইকবাল

বাস্তব জীবনে তিনি কিন্তু তেমন একটা রাগী নন। মাঠে কিংবা মাঠের বাইরে, মুখে তার হাসি লেগেই থাকে। সতীর্থ কিংবা দর্শক, সবার সাথেই মেশেন হাসিমুখেই। সেই তামিম ইকবাল যখন হঠাৎ অতিরিক্ত রেগে যান, সেটা তখন শিরোনাম হতে বাধ্য। এবারের বিপিএলের কথাই ধরুন। ১০ দিনের ব্যবধানে মেজাজ হারিয়ে তিনবার আলোচনায় এসেছেন ফরচুন বরিশাল অধিনায়ক। কিন্তু তামিম ইদানিং এত রাগ করছেন কেন?

৯ জানুয়ারি, সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল। সোহানের অতিমানবীয় ব্যাটিংয়ে প্রায় হাতের মুঠোয় থাকা ম্যাচ শেষ ওভারে ফসকে গেল তামিমের দলের হাত থেকে। রংপুর যখন সোহানকে নিয়ে উল্লাসে মেতেছে, তামিম যখন বাক বিতণ্ডায় ব্যস্ত। তাকে এক রকম টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন বরিশালের সতীর্থরা।

বিজ্ঞাপন

কিন্তু সেই বিতণ্ডা আসলে কার সাথে? কে এমন কী বলল তামিমকে যে এভাবে তেড়েফুঁড়ে যেতে হবে? ঘটনার পরে জানা গেল, তামিমের সাথে লেগেছিল রংপুরের ইংলিস ব্যাটার অ্যালেক্স হেলসের। হেলস জানান, ২০২১ সালে বিয়ার পানের কারণে ২১ দিন নিষিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে তাকে খোঁচা দিয়েছিলেন তামিম। আর এতেই শুরু হয় কথা কাটাকাটি। হেলস-তামিম কেউ কাউকে বিন্দুমাত্রও ছেড়ে কথা বলেননি। আরেকটু হলেই সেটা পরিণত হতো হাতাহাতিতেই!

Print News | The Asian Age

 

১৬ জানুয়ারি, চট্টগ্রাম। ঘরের ছেলে তামিমের দল মুখোমুখি ঢাকার বিপক্ষে। ব্যাটিং করছিলেন ঠিকঠাক ভাবেই। হঠাৎ নন স্ট্রাইকে গিয়ে আউটফিল্ডে থাকা সাব্বির রহমানকে উদ্দেশ্য করে কিছু বলা শুরু করেন তামিম। মিনিট দুয়েক ধরে শুধু বলেই গিয়েছেন! ‘বেশি লাগতে যাইয়ো না সাব্বির, বেশি লাগতে যাইয়ো না!’- তামিমের সেই কথা স্পষ্টই শোনা গেছে ষ্ট্যাম্প মাইকে।

বিজ্ঞাপন

সাব্বির অবশ্য এসব শুনে তেড়েফুঁড়ে এগিয়েও এসেছিলেন। কিন্তু থিসারা পেরেরার কল্যাণে সাব্বির তামিমের কাছে যেতে পারেননি। এগিয়ে এসেছিলেন আম্পায়াররাও। শেষ পর্যন্ত সেখানেই থামে ওই ঘটনা। ম্যাচের পর সাব্বির বলেছেন, সিনিয়র তামিমের এই আচরণ মনে রাখবেন না তিনি।

তামিমের সেই রাগ কমেনি ম্যাচের পরেও। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তামিম। পুরস্কার নেওয়ার জন্য করছিলেন অপেক্ষা। পুরস্কার বিতরণী মঞ্চে আসতে দেরি করেছিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আর এতেই রেগে আগুন হয়ে তামিম আর পুরস্কারই নেননি! তামিমের বদলি হিসেবে ফারুকের হাত থেকে ম্যাচসেরার পুরস্কার নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই ঘটনা নিয়ে নানা গুঞ্জন চলছে তখন থেকেই।

রাগ তো সবারই হয়। কিন্তু তামিমের রাগটা কী আজকাল একটু বেশিই হচ্ছে?

সারাবাংলা/এফএম

তামিম ইকবাল বিপিএল ২০২৫ রাগ

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

আরো

সম্পর্কিত খবর