Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে ছিলেন আমলাতন্ত্র-প্রশাসনকে ব্যবহার করে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৪

সারজিস আলম। ফাইল ছবি

ঢাকা: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত ১৬ বছর আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করেনি। জনগণের ম্যান্ডেটের ওপর নির্ভর করেনি। জনগণের ভোটের ওপরে আস্থা রাখেনি। শেখ হাসিনা সর্বশেষ সময়ে ক্ষমতায় টিকে ছিলেন আমলাতন্ত্র, প্রশাসনকে ব্যবহার করে এবং জনগণের সঙ্গে রাজনীতির সম্পর্কের দূরত্ব তৈরি করে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘ছাত্র গণহত্যা ও ফাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুর্নবহালের দাবি এবং বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারজিস আলম সিটি ও পৌর কাউন্সিলরদের উদ্দেশে বলেন, ‘এখন আমরা আসলে আপনাদের কাছে কী চাই? চাওয়া যেমন আপনাদের রয়েছে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে, আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ চাওয়া রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চাই, যারা নিজের যোগ্যতায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে জনগণের ম্যান্ডেট নিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা জনগণের প্রতিনিধি হিসেবেই থাকুক।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলর সমাবেশে

তিনি আরও বলেন, ‘আপনাদের সঙ্গে আমরা একটি কমিটমেন্ট করে আপনাদের হয়ে কথা বলব, লড়াই করব। কিন্তু সেই কমিটমেন্টের মর্যাদা আপনাদের রাখতে হবে। আসলে প্রশাসক দিয়ে দেশ চালানো দেখতে চাই না। আমলারা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি আছে সেখানে কাজ করবে। জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে তাদের যতুটুক কর্মপরিধি সেখানে কাজ করবে। এই কম্বিনেশন যদি না থাকে তাহলে দিন শেষে রাষ্ট্রের যেভাবে ফাংশন করার কথা সেভাবে ফাংশন করবে না।’

সারজিস বলেন, ‘আমরা চাই যারা জনগণের কাছে গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়ে এসেছেন তাদের ওইজাগয়াগুলোতে যেন এই দায়িত্ব দেওয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে কথা দিচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হয়ে। আমরা আমাদের জায়গা থেকে বলব, যারা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচিত হয়েছিল তাদেরকেই যেন সেখানে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন- আমার বাংলাদেশ (এবি) যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

ক্ষমতা টপ নিউজ টিকে শেখ হাসিনা সারজিস আলম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর