Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় আইএসআইএল লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৪ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

সিরিয়ায় মার্কিন বিমান হামলা। ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর আইএসআইএল (ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট) যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসআইএল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার (৮ ডিসেম্বর) জানিয়েছে, ৭৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে আইএসআইএল নেতৃস্থানীয় ব্যক্তি, অপারেটিভ এবং তাদের ক্যাম্প অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

সেন্টকম আরও জানিয়েছে, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং এতে কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি। হামলায় ব্যবহৃত যুদ্ধবিমানগুলোর মধ্যে ছিল বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস এবং ম্যাকডনেল ডগলাস এফ-১৫ ঈগল।

সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, ‘আমরা আইএসআইএলকে বর্তমান পরিস্থিতির সুযোগ নিতে দেব না।’

তিনি আরও বলেন, ‘সিরিয়ায় সব সংস্থাকে এটা স্পষ্ট করে জানানো হচ্ছে যে, তারা যদি আইএসআইএলের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা করে, তবে তাদের দায়বদ্ধ করা হবে।’

এদিকে রোববার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে এক ভাষণে বাইডেন বলেছেন, ‘বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) হাতে আসাদের পতন সিরিয়ার মানুষের দীর্ঘদিনের ভুক্তভোগী অবস্থা থেকে মুক্তির একটি সম্ভাবনা সৃষ্টি করেছে।’

বাইডেন আরও দাবি করেন, রাশিয়া, ইরান এবং হিজবুল্লাহর সমর্থন দুর্বল হয়ে যাওয়াই আসাদের পতনের মূল কারণ।

অন্যদিকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন সিরিয়ার যুদ্ধে কোনোভাবে জড়াবে না। তিনি তার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘সিরিয়া একটি বিশৃঙ্খল দেশ, কিন্তু আমাদের বন্ধু নয়। এই লড়াই আমাদের না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আসাদ পতন যুক্তরাষ্ট্র সিরিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর