Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৪ ১০:২৬ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৮

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প ঘটে।

ভূমিকম্প ঘটার সময় আতঙ্কিত মানুষজন খাট ও টেবিলের নিচে আশ্রয় নেন। বাচ্চাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আবার অনেকে রাস্তায় বেরিয়ে পড়েন। বাড়ি-ঘর ও দোকান পাটের দরজা-জানালার কাঁচ ভেঙ্গে চুরমার হয়ে যায়।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করে। পরে অবশ্য সেই সেটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ বিদ্যুত সংযোগ বন্ধ করে দিলে প্রায় ৪৭ লাখ মানুষ কয়েক ঘন্টার জন্য বিদ্যুতবিহীন অবস্থায় ছিলেন।

ক্যালিফোর্নিয়া থেকে ২৭০ কিলোমিটার দূরে সান ফ্রান্সিসকোর দক্ষিণেও এই ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক সেকেন্ডের জন্য সবকিছু ঘুরপাক খাচ্ছিল। পরে ছোট ছোট কয়েক দফা আফটারশক অনুভূত হয়।

সারাবাংলা/এসডব্লিউ

ক্যালিফর্নিয়া ভূমিকম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর