Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ে ‘লাভ এডুকেশন’ চালু করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ২১:৩৫ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২১:৩৬

জনসংখ্যা বাড়াতে বিশ্ববিদ্যালয়গুলোকে ‘লাভ এডুকেশন’ চালু করার নির্দেশ দিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। দেশে জন্মহার বৃদ্ধি এবং বিয়ে, প্রেম, সন্তান জন্মদান, পরিবার গঠন প্রভৃতি ইস্যুতে তরুণ প্রজন্মের মনে ইতিবাচক মনোভাব ফেরাতে এমন উদ্যোগ। কোর্সগুলো তাদের ‘বিবাহ ও ভালোবাসাকে সঠিকভাবে বুঝতে ও এই সম্পর্ক পরিচালনা করার ক্ষমতা উন্নত করতে’ সাহায্য করবে।

চীন বর্তমানে একটি ক্রমবর্ধমান জনসংখ্যা সংকটের মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে টানা দ্বিতীয় বছর জনসংখ্যা হ্রাস পাওয়ার পর বেইজিং তরুণ দম্পতিদের কাছে সন্তান ধারণকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে।

বিজ্ঞাপন

স্নাতক শিক্ষার্থীদের নিয়মিত কেসস্টাডি বিশ্লেষণ, গ্রুপ ডিসকাশন এবং নারী ও পুরুষ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক জিয়াংসু সিনহুয়ার অধীন সংবাদমাধ্যম ও প্রকাশনা সংস্থা চায়না পপুলেশনি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে লাভ এডুকেশনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

লাভ এডুকেশন তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা। মূলত স্নাতক শিক্ষার্থীদের জন্য চালু করতে বলা হয়েছে এই কোর্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা এবং চীনের বর্তমান পরিস্থিতিতে কেন প্রেম-বিয়ে এবং সন্তান জন্মদান জরুরি— এ বিষয়ে ধারণা প্রদান করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

বিজ্ঞাপন

চায়না নিউজ পাবলিকেশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘আমরা দেশজুড়ে একটি স্বাস্থ্যকর এবং ইতিবাচক বিয়ে ও সন্তানজন্মদান সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েছি। সেই লক্ষ্যেরই একটি অংশ এই লাভ এডুকেশন।’

উল্লেখ্য, দীর্ঘ বেশ কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল চীন। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় ১৪০ কোটি এবং এখনও চীন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ।

জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের সত্তরের দশকে ‘এক সন্তান নীতি’ চালু করেছিল ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। কিন্তু ২০০০ সালের পর থেকে চীনের জন্মহার কমতে থাকা এবং বয়স্ক লোকজনের সংখ্যা বাড়তে থাকায় ২০১৫ সালে এই নীতি বাতিল করে বেইজিং।

তবে এতে লাভ তেমন হয়নি। এক সন্তান নীতি বাতিলের পরও নিম্ন জন্মহার অব্যাহত থাকে চীনে এবং বর্তমানে এটি বেইজিংয়ের জন্য রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। কারণ ২০২২ এবং ২০২৩— পর পর দু’ বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন।

গত নভেম্বরে চীনের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লক্ষ্য করে একটি জরিপ চালায় চায়না পপুলেশন নিউজ। সেই জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৭ শতাংশই জানিয়েছেন যে তারা প্রেমে পড়তে চান না। এর কারণ হিসেবে শিক্ষার্থীরা বলেছেন, একাডেমিক পড়াশোনা ও পরীক্ষার চাপ সামাল দিয়ে প্রেমের জন্য বের করার মতো সময় তারা বের করতে পারবেন কি না— সে সম্পর্কে তারা নিশ্চিত নন।

নভেম্বরের শেষ দিকে জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সেই ফলাফলের মন্তব্য শাখায় বলা বলা হয়েছে, ‘বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে পদ্ধতিগত এবং বিজ্ঞানসম্মত শিক্ষার অভাব থাকার কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রেম ও বিয়ে সম্পর্কে অস্পষ্ট ধারণার সৃষ্টি হয়েছে।’ তথ্যসূত্র রয়টার্স এবং আল অ্যারাবিয়া।

সারাবাংলা/এসআর

চীন লাভ এডুকেশন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

আরো

সম্পর্কিত খবর