Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ট্রেন চলাচলের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৬:০৪

যশোর: পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে নিয়মিত দুই জোড়া ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে যশোরের নাগরিক কমিটি।

বুধবার (৪ নভেম্বর) সকালে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় নাগরিক নেতৃবৃন্দ বলেন, যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট স্বল্প সময়ে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলো। কিন্তু আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না‌। এই প্রকল্প শুরুর আগে ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য যশোর থেকে যমুনা সেতু হয়ে ৩ টি ট্রেন ছিলো। বিগত সরকারের আমলে ওই রুট থেকে ২ টি ট্রেন রাজবাড়ী-ভাঙ্গা পদ্মাসেতু হয়ে চলাচল করছে। যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হলে খুলনার ট্রেনগুলো যশোর জংশনে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় যাওয়া আসা করবে। এছাড়া বেনাপোল এক্সপ্রেস রাজবাড়ি ফরিদপুর দিয়ে যাতায়াত করবে।

এ অবস্থায় যশোরবাসীকে পদ্মা সেতুর সুফল নিতে হলে ২০ কিলোমিটার দূরে বাঘারপাড়া উপজেলার রাধানগরে অবস্থিত পদ্মবিলা স্টেশনে গিয়ে ঢাকার ট্রেন ধরতে হবে। এজন্য পদ্মাসেতু রেল প্রকল্পের সুবিধা পেতে যশোর ঢাকা লিংক প্রজেক্টে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২ জোড়া ট্রেন চালুর দাবি তাদের। এ দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আহবায়ক নাগরিক অধিকার আন্দোলনের নুরুজ্জামান, হ্যাচারী মালিক সমিতির সভাপতি ফিরোজ খান , অ্যাডভোকেট আবুল কায়েস, নাগরিক অধিকার আন্দোলন যশোরের সদস্য নাগরিক অধিকার আন্দোলন যশোর অধ্যাপক অখিল চক্রবর্তী , ডা. আব্দুল্লাহ, মৎস্য হ্যাচারী মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান গোলদার , মুক্তিযোদ্ধা আব্দুল সবুর হেলাল, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

ট্রেন চলাচলের দাবি বেনাপোল-ঢাকা রুট মানববন্ধন যশোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর