বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত, সড়ক অবরোধ করে বাসে আগুন
৩০ নভেম্বর ২০২৪ ২৩:০৪ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ০০:১৩
গাজীপুর: মহানগরীর তারগাছ এলাকায় আজমেরী গ্লোরী পরিবহণের একটি বাসের চাপায় পোশাক কারখানার এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারা আজমেরী গ্লোরীসহ অন্তত তিনটি বাসে আগুন দিয়েছেন। বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছেন।
শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথা (৫২) গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকায়। তিনি তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন।
অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড ম্যানেজার (অ্যাডমিন) আবুল হোসেন বলেন, ‘সন্ধ্যায় ছুটির পর রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা আজমেরী গ্লোরী পরিবহণের একটি বাস মুন্নাফকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা তারগাছ এলাকায় সড়ক অবরোধ করেন। আজমেরী গ্লোরী পরিবহণসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়াও একাধিক গাড়িতে ভাঙচুর চালান তারা।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি দেখেই বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হই।’
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে নেওয়া হবে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।’
সারাবাংলা/এইচআই