Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সেক্রেটারি মাইনুল সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৪ ১৮:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২২:২৪

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। তিনি মোট ভোট পেয়েছেন ৮০১টি। তার নিকটতম প্রতিদ্বন্দী বাসসের স্পেশাল রিপোর্টার মুরসালিন নোমানী ৪৯৬ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইনকিলাবের মাইনুল হাসান সোহেল। তিনি মোট ভোট পেয়েছেন ৫৪৫ ভোট।

বিজ্ঞাপন

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত হলেন যারা—

সভাপতি: আবু সালেহ আকন
সহসভাপতি: গাযী আনোয়ার
সাধারণ সম্পাদক: মাঈনুল হাসেন সোহেল
যুগ্ম সম্পাদক: নাদিয়া শারমিন
সাংগঠনিক সম্পাদক: আবদুল হাই তুহিন
অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
দফতর সম্পাদক: রফিক রাফি
নারী বিষয়ক সম্পাদক: রোজিনা রোজী
প্রচার সম্পাদক: মিজান চৌধুরী
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক: শরিফুল ইসলাম

এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

সারাবাংলা/ইউজে/এইচআই

কার্যনির্বাহী কমিটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আবু সালেহ আকন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর