Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৪ ১৬:৪৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৬:৫০

খুবি।

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া জুলাই বিপ্লবের আলোকচিত্রগুলো ঘুরে দেখেন এবং আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের প্রদর্শনী আয়োজনের আহ্বান জানান।

এ সময় সোসাইটির সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেহরাজসহ সোসাইটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

খুবি খুলনা খুলনা বিশ্ববিদ্যলয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর