গাংনীতে নসিমন উল্টে চালক নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৪ ১৫:৫২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৫৫
২৮ নভেম্বর ২০২৪ ১৫:৫২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৫:৫৫
মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নসিমন উল্টে চালক আজিজ (৪২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার বামন্দী বাজারের অদূরে জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের খালেক মোল্লার ছেলে।
পুলিশ জানায়, সকালে নসিমন চালক আজিজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। খানাখন্দে ভরা সড়কে দ্রুত গতিতে যাওয়ার সময় নসিমন উল্টে চালকের মৃত্যু হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর